Sikaritar: ভুলে যান দিঘা, পুরি, এবার ১২০০ টাকা খরচে তাঁবুতে রাত কাটান এই জায়গায়

Prosun Kanti Das

Published on:

Advertisements

If you want to enjoy the beauty of the hill village, visit this Sikaritar: বেড়াতে যাতে পছন্দ করেন প্রতিটি মানুষই। তবে বারবার একই জায়গায় ভ্রমন করতে কারই বা ভালো লাগে। বাঙালিরা বেশিরভাগ সময় উত্তরবঙ্গে গিয়ে পাহাড়ি পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে চাইলে পছন্দের জায়গা হিসেবে বেছে নেয় চির প্রচলিত দার্জিলিং, কার্শিয়াং ইত্যাদি স্থান গুলিকে। তবে এই চির প্রচলিত জায়গা গুলিতে ঘোরার পাশাপাশি যদি পাহাড়ি অঞ্চলের শান্ত নিরিবিলি সৌন্দর্যে পরিপূর্ণ গ্রাম বা ছোট শহর থেকে ঘুরে আসতে চান তবে সত্যিই তা আপনার জন্য তবে সত্যিই তা আপনাদের জন্য মনোমুগ্ধকর হয়ে উঠবে।

Advertisements

পাহাড়ের এই সুন্দর গ্রামটির নাম শিকারটার (Sikaritar)। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এই শিকারটার গ্রামের দূরত্ব মাত্র ৪০ কিলোমিটার। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে যে কোনো গাড়ি করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই গ্রামে। এখানে পৌঁছানোর জন্য খুব বেশি যে খরচ হবে তাও নয়। থাকা ও খাওয়া মিলিয়ে জনপ্রতি খরচ পড়বে মাত্র ১২০০ টাকা মতো। চারদিকে পাহাড়ে ঘেরা এই সুন্দর গ্রামটিকে পর্যটনকেন্দ্র রূপে উদবোধন করেন নিমং গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবি ডোলমা তামাং। তারপর থেকে এই গ্রাম পর্যটন কেন্দ্র হিসেবে পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।

Advertisements

উত্তরবঙ্গের কালিম্পং জেলার ১ নম্বর ব্লকের নিমং গ্রাম পঞ্চায়েতের দলবচান্দ গ্রামের এই শিকারটার (Sikaritar) এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান হিসেবে বিবেচিত হয়। প্রকৃতির কোলে নিরিবিলিতে কয়েকটা দিন নিশ্চিন্তে কাটানোর জন্য এই স্থানটি একেবারে আদর্শ। এই অঞ্চল দিয়েই বয়ে গেছে ঘীস নদী। প্রকৃতির শান্ত নিস্তব্ধতার মাঝে নদীর জলের কুলকুল শব্দ আপনার মন প্রাণ ভরিয়ে দেবে। সেই সঙ্গে পেয়ে যাবেন ঘীস নদীর কোলে রাত্রিবাসের সুযোগ।

Advertisements

আরও পড়ুন ? Cheap Rate Hotels: দিঘা হোক বা দার্জিলিং, মাত্র ৪০ টাকা থেকে শুরু রুম, বুকিং করুন এইভাবে

পিকনিক স্পট হিসেবেও এই জায়গাটি বহুল ব্যবহৃত হয়। পর্যটকদের কাছে এই স্থান ভ্রমণকে আকর্ষণীয় গড়ে তুলতে এখানে গড়ে তোলা হয়েছে মোট ১০টি টেন্ট। প্রকৃতিকে অন্যভাবে উপভোগ করতে চাইলে এই তাঁবু গুলিতে রাত্রি বাস করতেই পারেন পর্যটকরা। যদিও এখানে পর্যটকদের থাকার জন্য হোম স্টে এর ব্যবস্থাও রয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগেও এই জায়গাটি সেজে উঠছে ধীরে ধীরে। নিমং গ্রাম পঞ্চায়েত এর সহযোগিতাতে গ্রামটি দিনে দিনে আরও সুন্দর হয়ে উঠছে। সৌন্দর্যের পাশাপাশি এই গ্রামের প্রতি বৃদ্ধি পাচ্ছে পর্যটকদের আকর্ষণ।

এই গ্রামের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পর্যটকরা ঘুরে নিতে পারেন পার্শ্ববর্তী গরুবাথান, ঝান্ডি, লাভা, লোলেগাঁও ইত্যাদি স্থান থেকেও। নিমং গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবি ডোলমা তামাং বলেন “রাস্তাঘাট এখনও কিছুটা খারাপ আছে। পর্যটনের উন্নতি ঘটলে এলাকায় বেকারত্ব কমবে। বহু যুবক যুবতী কাজের সন্ধানে ভিন্ন রাজ্যে চলে গিয়েছে, তারা এবার নিজের গ্রামে ফিরবে”। উত্তরবঙ্গে বেড়াতে যেতে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন পাহাড়ের ঘেরা সুন্দর এই গ্রাম থেকে।

Advertisements