Monsoon Destination: মুন্নার, নৈনিতাল অতীত, বর্ষায় দার্জিলিংয়ের এই জায়গা গেলে আর কোথাও যেতে ইচ্ছে করবে না

Prosun Kanti Das

Published on:

Advertisements

Monsoon Destination: আপনিও কি পাহাড় ভালোবাসেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। ভ্রমণপ্রিয় পর্যটকদের মধ্যে অনেকেই আছেন যারা পাহাড় খুবই পছন্দ করেন। অত্যন্ত গরমের হাত থেকে বাঁচতে অথবা বরফের মজা নিতে গ্রীষ্ম অথবা শীতকালে অনেকেই পাহাড়ে যান। কিন্তু এমন অনেক পর্যটক আছেন যারা বর্ষার পাহাড়ের রূপ দেখতেও পছন্দ করেন। শুধু মাত্র পাহাড়ি বৃষ্টির মজা নেবেন বলেই বর্ষাকালকেই বেছে নেন পাহাড় ভ্রমণের জন্য। কিন্তু পাহাড়ে যাওয়া তুলনামূলক খরচ সাপেক্ষ্য। তাই কম খরচে ৩-৪ দিনের ছুটি কাটানোর জন্য বেছে নিতে পারেন দার্জিলিংয়ের এই জায়গাটিকে। বর্ষাকালে পাহাড়ে ঘুরতে যাবার জন্য এই জায়গাটা (Monsoon Destination) সবথেকে ভালো।

Advertisements

প্রাকৃতিক সৌন্দর্য্য এবং চা বাগানের জন্যই দার্জিলিঙের জগৎ জোড়া নাম। কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য্য নিজে চোখে দেখে উপভোগ করতে না পারলে তা বলে বোঝানো সম্ভব নয়। কিন্তু বর্ষায় পাহাড়ের রূপ যতটা মনো মুগ্ধকর ততটাই বিপদজনকও। এই সময় মাঝে মাঝেই পাহাড়ে ধস নামার খবর শুনতে পাওয়া যায়। তাই পাহাড়ে ঘুরতে যেতে চাইলে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হয়। এসব দিক থেকে মিরিক কিন্তু বেশ নিরাপদ। চারিদিকে লেক আর পাহাড়ে ঘেরা মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। বর্ষার পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করার জন্য মিরিক একদম উপযুক্ত (Monsoon Destination)। মুন্নার , নৈনিতালের চেয়েও অনেক বেশি সৌন্দর্য্যে ভরপুর বর্ষার মিরিক।

Advertisements

লেপচা শব্দ মীর ইয়াক থেকে এসেছে মিরিক। এর অর্থ আগুনে পুড়ে যাওয়া কোনো জায়গা। কিন্তু তা বলে মিরিক কিন্তু কোনো ধ্বংস স্তুপ নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর। এই এলাকা এতটাই শান্ত যে নিরিবিলিতে সময় কাটাতে চাইলে মিরিক আপনার সেরা পছন্দ হয়ে উঠতে পারে। আর এলাকা টা যখন দার্জিলিং এর কাছে, তখন চা বাগানের মাধুর্য্য তো থাকতেই হবে। মিরিকের চা বাগানও বেশ আকর্ষণীয়। মিরিকের পরিবেশ এতটাই আনন্দদায়ক যে একবার গেলে আর ফিরে আসতে মন চায়ে না। মিরিক কিন্তু বরাবরই ভ্রমণ স্থল হিসাবে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। বর্ষায় তার আকর্ষণ আর একটু বেড়ে যায় (Monsoon Destination)।

Advertisements

আরও পড়ুন : Shopping Mall: রাজ্যের সব জেলায় সরকারের সিনেমা হল নিয়ে ৫ তলা শপিংমল, সবার আগে এই ১০ জায়গায়

নিরিবিলিতে ৪-৫ দিন পাহাড়ের বুকে কাটিয়ে আসতে চাইলে মিরিক সব সময়ের জন্য হয়ে উঠতে পারে সেরা পছন্দ (Monsoon Destination)। আর সেটা যদি হয় বর্ষা কালে তাহলে তো আর কথাই নেই। পাহাড়ি বর্ষার আমেজ, সবুজ চা বাগান, শান্ত পরিবেশ সব মিলে মুহূর্তে অনুভূত হতে পারে অনাবিল শান্তি। সামনেই উঁচু পাহাড় আর আশপাশের চা বাগান হয়ে উঠতে পারে আপনার চোখের আরামের কারণ। এছাড়াও এখানে রয়েছে মন কেড়ে নেবার মতো লেক। লেকের ধরে বসে চা বাগানের শোভা উপভোগ করতে পারবেন পর্যটকরা।মিরিকের লেকে পর্যটকদের জন্য থাকে বোটিংএর সুযোগ।

মনটা হয়তো এতক্ষনে মিরিক অব্দি পৌঁছেও গেছে তাই না? তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক মিরিক যাবেন কিভাবে? যদি সময় বাঁচাতে চান তাহলে বিমান পথ বেছে নিতে পারেন। কলকাতা থেকে বাগডোগরা পর্যন্ত বিমানে যেতে পারবেন। তারপর সেখান থেকে ট্যাক্সি পেয়ে যাবেন মিরিক যাবার জন্য। যদি স্থল পথে আসতে চান তাহলে বাস বা ট্রেনে করে নিউ জলপাইগুড়ি চলে আসতে পারেন। সেখান থেকে মিরিক আসার জন্য ট্যাক্সি, ক্যাব বা বাসও পেয়ে যেতে পারেন মিরিক যাবার জন্য। এছাড়াও আপনি চাইলে বইকে করে পাহাড়ি পথের সৌন্দর্য্য উপভোগ করতে করতে পৌঁছে যেতে পারেন মিরিক অব্দি। এনজিপি থেকে বাইক ভাড়া করে নিতে পারবেন।

Advertisements