Taki in Winter: কম খরচায় ঘুরে আসুন ‘মিনি সুন্দরবন’ থেকে, শীতের ছুটি কাটানোর আদর্শ জায়গা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Taki in Winter: শীতের ছুটি পড়লেই ভ্রমণপিপাসু মানুষের মন ব্যাকুল হয়ে ওঠে ঘুরতে যাওয়ার জন্য। কাছে পিঠে কম খরচায় একটি উপযুক্ত জায়গা আছে পর্যটকদের জন্য। টাকির নাম আশা করি সকলে শুনেছেন, এখানে রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং তার সঙ্গে মিশে আছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। এই শীতে টাকিতে ইছামতি নদীর পাড়ে ভিড় করছে বহু পর্যটক। শীতের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসে টাকির ইছামতি নদীর সৌন্দর্য উপভোগ করছে প্রাণভরে।

Advertisements

যারা সুন্দরবন যাননি তারা এখানে এসে মিনি সুন্দরবনের (Taki in Winter) মজা নিতে পারবেন। পর্যটকরা যদি টাকিতে আসেন তাহলে গোলপাতা জঙ্গল, মিনি সুন্দরবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন। ইছামতি নদী ভারত এবং বাংলাদেশের মাঝ বরাবর বয়ে গেছে। এখানে আসলে একেবারে মিস করা যাবে না ইছামতি নদীতে নৌকা বিলাসের মতো আনন্দ। সাথে অবশ্য বাড়তি পাওনা হিসাবে থাকবে নলেন গুড়, খেজুরের রস আর টাকির মালপোয়া।

Advertisements

আরো পড়ুন: পাগলাঝোড়া ঝর্ণা, দার্জিলিং ভ্রমণের পথে প্রকৃতির মোহনীয় উপহার

অনেকেই হয়তো জানেন যে ইতিমধ্যে টাকির বেশ কিছু দর্শনীয় স্থানকে হেরিটেজ হিসাবে ঘোষণা করেছে ইউনেস্কো। তাই এইসব জায়গাগুলো দেখতে গেলে অবশ্যই আসতে হবে টাকিতে (Taki in Winter)। শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য নয় ইতিহাসের বিভিন্ন জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে। তাই টাকি পর্যটন কেন্দ্র রাজ্য ছাড়িয়ে এমন কি বিদেশী পর্যটকদের কাছেও একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। কোথায় অবস্থিত এই টাকি? উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের টাকি পর্যটন কেন্দ্র বিশ্বের ভৌগোলিক মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে, যা সত্যি গর্বের কথা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করবে নিশ্চয়ই।

Advertisements

আরো পড়ুন: হারিয়ে যান সুন্দরবনের পিয়ালী আইল্যান্ডে, প্রকৃতি, নদী, আর পাখিদের মায়াবী ডাকে

নৌকায় বসে ওপার বাংলাকে একেবারে চোখের সামনে দেখা যাবে। পর্যটকরা সেই দৃশ্য উপভোগ করার জন্য মাঝে মাঝেই ভিড় জমান এই টাকিতে। এখানে বেড়াতে গেলে ভালো ভালো কি খাবার পাওয়া যায় জানেন কি তা? টাকিতে গেলে একটি বাড়তি পাওনা হলো নলেন গুড়ের পাটালি, এখানকার মতো খাঁটি পাটালি গুড় সচরাচর কোথাও পাওয়া যায় না। অপরদিকে টাকির বিখ্যাত মালপোয়ার স্বাদ নিতে পারেন।

যদি পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে কম খরচে কাছের কোন জায়গায় ঘুরতে যেতে চান তাহলে এই জায়গাটি একেবারে আদর্শ। শীতের দিনে সকাল থেকে একদিকে ইছামতিতে নৌকা বিহার, অন্যদিকে মিনি সুন্দরবন এবং এখানকার প্রাচীন রাজবাড়ীগুলোতে ঘুরে দেখার মত আনন্দ কেউ হাতছাড়া করতে চাইবে না। সাথে খেজুরের রস এবং পাটালি গুড় তো রয়েছেই। এখানকার বিভিন্ন দোকানে পর্যটকরা নলেনগুড়ের পাটালি কিনতে ভিড় জমাচ্ছে। স্থানীয় মানুষদের কাছ থেকে খেজুরের রস পর্যন্ত কিনেছে পর্যটকরা। এখানে আসলে প্রকৃতিকে এক অন্যভাবে চিনতে পারবে পর্যটকরা। কলকাতার কাছের এই পর্যটনকেন্দ্রটিতে (Taki in Winter) বারবার আসতে হবে এর আকর্ষণে।

Advertisements