নিজস্ব প্রতিবেদন : বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা চলতি বছরের জন্য বাতিল করেছে। তবে রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী রাজ্য সরকারের সিদ্ধান্তের উল্টো পথে হাঁটল। পরীক্ষা বাতিলের পরিবর্তে তারা পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল।
বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে তাদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যে বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, জরুরী ভিত্তিতে গত ৯ জুন বিশ্বভারতী কর্তৃপক্ষ, অধ্যাপক এবং অন্যান্যদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে।
বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে এই বৈঠকের পর জানানো হয়েছে আগামী ৫ জুলাই থেকে বিশ্বভারতীর পাঠভবন এবং শিক্ষাসত্রের দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পরীক্ষা নেওয়া হবে। তবে পরীক্ষা নেওয়া হবে অনলাইনে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া জুম লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং অন্যান্য বেশ কিছু লিঙ্কের মাধ্যমে বাড়িতে বসেই পড়ুয়ারা তাদের পরীক্ষা দেবে।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তের পর রাজ্যের শিক্ষা মহলে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে বিশ্বভারতী কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিল রাজ্যের সাথে কেন্দ্রের শিক্ষাব্যবস্থার যে আমূল ফারাক রয়েছে সেটাই কি বোঝানোর জন্য?