Rabindra Bhavana New Entry Fees: খরচ বেড়ে গেল বিশ্বভারতী-শান্তিনিকেতন ভ্রমণের, এবার খসবে দ্বিগুণ টাকা, নতুন রেট চার্ট দিল বিশ্বভারতী

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র হল শান্তিনিকেতন (Shantiniketan)। সারা বছরই শান্তিনিকেতনের বিভিন্ন জায়গা ঘুরতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন। আর শান্তিনিকেতন ঘুরতে এসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্রভবন বা উত্তরায়ণ কমপ্লেক্স ঘুরে দেখতে ভোলেন না পর্যটকরা। তবে এবার এই সকল জায়গা ঘুরে দেখার জন্য পর্যটকদের খরচ করতে হবে দ্বিগুণ (Rabindra Bhavana New Entry Fees)।

Advertisements

বিশ্বভারতীর রবীন্দ্রভবন সংগ্রহশালার বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসপত্র চাক্ষুষ করার জন্য যেমন প্রচুর পরিমাণে পর্যটকদের আগমন হয়, সেই রকমই আবার এই সকল পর্যটকদের থেকে আসা এন্ট্রি ফি বিশ্বভারতীর তহবিল বৃদ্ধি করার অন্যতম মাধ্যমও। এবার এই তহবিল আরো ফুলেফেঁপে উঠবে, কেননা পর্যটকদের থেকে এবার প্রবেশ মূল্য অনেক বেশি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে রবীন্দ্রভবন সংগ্রহশালায় প্রবেশ করার জন্য এর আগে পড়ুয়াদের থেকে নেওয়া হতো মাথাপিছু ১০ টাকা। সার্কভুক্ত দেশগুলি ছাড়া বিদেশের অন্যান্য নাগরিকদের থেকে প্রবেশ মূল্য হিসাবে নেওয়া হতো মাথাপিছু ৫০০ টাকা। সার্কভুক্ত দেশগুলির নাগরিকদের থেকে নেওয়া হতো মাথাপিছু ৩০০ টাকা। অন্যদিকে ভারতীয় নাগরিকদের থেকে মাথাপিছু নেওয়া হতো ৭০ টাকা।

Advertisements

আরও পড়ুন ? Visva Bharati Recruitment: লেকচার পিছু মিলবে ১৫০০ টাকা, বিশ্বভারতীতে চলছে নিয়োগ

তবে এবার কোন কোন ক্ষেত্রে প্রবেশ মূল্য দ্বিগুণ করা হয়েছে। আবার কোন কোন ক্ষেত্রে প্রবেশ মূল্য প্রায় দ্বিগুণ করা হয়েছে। গত ২৫ জুলাই বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিশ্বভারতীর বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন যে প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে তা কার্যকর হবে আগামী ১ আগস্ট ২০২৪ থেকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এখন রবীন্দ্র ভবন সংগ্রহশালায় প্রবেশ করার জন্য কত টাকা দিতে হবে?

নতুন প্রবেশ মূল্য অনুযায়ী পড়ুয়াদের (দেশ/বিদেশ) আগের মতই প্রবেশ মূল্য হিসাবে মাথাপিছু ১০ টাকা দিতে হবে। তবে এর জন্য অবশ্যই তাদের আইডি কার্ড দেখাতে হবে। সার্কভুক্ত দেশগুলি ছাড়া অন্যান্য দেশের নাগরিকদের প্রবেশ মূল্য আগে যেখানে ৫০০ টাকা ছিল তা এখন বাড়িয়ে করা হয়েছে ১০০০ টাকা। সার্কভুক্ত দেশগুলির নাগরিক যাদের আগে দিতে হতো ৩০০ টাকা, এখন তাদের দিতে হবে ৫০০ টাকা এবং ভারতীয় নাগরিক যাদের আগে দিতে হতো ৭০ টাকা, এখন দিতে হবে ১০০ টাকা।

Advertisements