Visva Bharati Recruitment: লেকচার পিছু মিলবে ১৫০০ টাকা, বিশ্বভারতীতে চলছে নিয়োগ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি (Visva Bharati Recruitment) জারি করা হলো। বিজ্ঞপ্তি অনুযায়ী অতিথি অধ্যাপক নিয়োগ করা হবে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ইচ্ছুক চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন কেন্দ্রীয় এই বিশ্ববিদ্যালয়ে।

Advertisements

বর্তমান সময়ে বেকার যুবক যুবতীদের সংখ্যা অনেকটাই বেড়ে যাওয়ার কারণে চাকরি নিয়ে চরম টানাটানি। স্থায়ী সরকারি চাকরির পিছনে যুবক-যুবতীরা ছোটাছুটি করলেও সবার পক্ষে সরকারি চাকরি জোটানো সম্ভব হয় না। যে কারণে অনেকেই রয়েছেন যারা বেসরকারি চাকরি থেকে চুরি করে চুক্তিভিত্তিক চাকরিতে নিযুক্ত হচ্ছেন। ঠিক সেই রকমই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নিয়োগের সুযোগ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisements

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে দুটি বিভাগে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। যে দুই বিভাগে নিয়োগের কথা বলা হয়েছে সেই দুই বিভাগে একজন করে মোট দুজন অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরবি এবং ফারসি ভাষায় অতিথি শিক্ষক নিয়োগ করতে চলেছেন। যারা নিযুক্ত হবেন তাদের লেকচার কিছু ১৫০০ টাকা করে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এই দুই পোষ্টের ক্ষেত্রে কোনো রকম মাসিক বেতন উল্লেখ করেনি অর্থাৎ মাসিক বেতন পাবেন না। সারা মাসে যতগুলি লেকচার তারা দেবেন সেই হিসাবেই টাকা পাবেন।

Advertisements

আরও পড়ুন ? HDFC Bank: পাত্তা পেল না SBI, ICICI ব্যাঙ্ক! বিশ্ব তালিকায় বড় জায়গা করে নিল HDFC ব্যাঙ্ক

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে দুই ভাষার ক্ষেত্রেই স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। এর পাশাপাশি আবেদনকারীকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। অন্যদিকে জানানো হয়েছে যে সকল আবেদনকারীর সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকবে তারা অগ্রাধিকার পাবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে প্রথমে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে এবং পরে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ওই সকল শূন্য পদে আবেদনের জন্য শেষ সময়সীমা হিসাবে ধার্য করা হয়েছে ৩০ জুলাই সন্ধ্যা ৬টা। এই সংক্রান্ত আরো তথ্য জানার জন্য বিশ্বভারতীর অফিশিয়াল যে ওয়েবসাইট রয়েছে তা ভিজিট করতে পারেন আগ্রহী চাকরিপ্রার্থীরা।

Advertisements