বেড়ে গেল বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারের ভাড়া, ক্ষোভ যাত্রীদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে বিভিন্ন রুটে পুনরায় ট্রেন পরিষেবা চালু হলেও সেই সকল ট্রেনের টিকিটের ভাড়া বাড়ানো হয়েছিল কয়েকগুণ। মূলত স্পেশাল ট্রেনের তকমা দিয়ে এই সকল ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। এই সকল বিভিন্ন রুটের ট্রেনের টিকিটের ভাড়া বৃদ্ধি করা হলেও পরবর্তীতে অনেক রুটেই ভাড়া কমানো হয়।

Advertisements

কিন্তু রামপুরহাট থেকে হাওড়া বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারের ভাড়া এখনো ঘুর পথে বৃদ্ধি হয়ে রয়েছে। এই নিয়ে স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের অভিযোগ, এই ট্রেনটি লোকাল ট্রেনের মত চলে। অধিকাংশ স্টেশনেই স্টপেজ দেয়। তা সত্ত্বেও এক্সপ্রেস ট্রেনের মত ভাড়া নেওয়া হচ্ছে।

Advertisements

করোনা সংক্রমণ কম থাকার পরিপ্রেক্ষিতে অধিকাংশ রুটেই লোকাল ট্রেন চালু হয়। তবে দীর্ঘদিন ধরে বন্ধ থাকে বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার। ইদানিং ট্রেন চালু হলেও এখনো পর্যন্ত স্পেশাল ট্রেন হিসেবেই এই ট্রেনটিকে চালানো হচ্ছে। এক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে ভাড়া বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। যেখানে আগে ৪৫ টাকা খরচ হতো সেই জায়গায় খরচ হয় ৬৫ টাকা। রিজার্ভেশনের ক্ষেত্রে খরচ হচ্ছে ১০০ টাকা পর্যন্ত।

Advertisements

বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার এখন রামপুরহাট থেকে ভোর ৫ টা ১০ মিনিটে ০৩০৪৮ স্পেশাল ট্রেন হিসাবে রওনা দিচ্ছে। অন্যদিকে এই ট্রেনটি এখন হাওড়া থেকে বিকাল ৪টে ৩৫ মিনিটে ০৩০৪৭ স্পেশাল ট্রেন হিসাবে রওনা দেয় রামপুরহাটের উদ্দেশ্যে। ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের জন্য এই ট্রেনটি অত্যন্ত সুবিধাজনক হওয়াই ভিড় থাকে। কিন্তু ভাড়া বৃদ্ধি পাওয়ার কারণে যাত্রীদের ক্ষোভ অনেকটাই বেড়েছে।

এই ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী দিনে বীরভূম জেলা তৃণমূলের তরফ থেকে আন্দোলন করা হবে বলেও জানানো হয়েছে। এখন দেখার বিষয় এই যাত্রী ক্ষোভ প্রশমিত করার জন্য ভারতীয় রেলের তরফ থেকে এই ট্রেনের ভাড়া কমানোর সিদ্ধান্ত নেয় কিনা।

Advertisements