নিজস্ব প্রতিবেদন : গত ১লা ডিসেম্বর ভোডাফোন আইডিয়া টেলিকম সংস্থা ঘোষণা করে তারা ৩ তারিখ থেকে তাদের ট্যারিফ রেট বাড়াবে। সেই মত ৩রা ডিসেম্বর থেকে প্রায় ৪২% ট্যারিফ রেট বাড়ে ভোডাফোনের। পাশাপাশি অন্য নেটওয়ার্কে আনলিমিটেড কল করার ক্ষেত্রেও আসে প্রতিবন্ধকতা। অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট ফ্রি কল করার পরিসীমা বেঁধে দেওয়া হয়, তারপর মিনিটে ৬ পয়সা করে চার্জ ঘোষণা হয়। কিন্তু তিনদিন পেরোতে না পেরোতেই সিদ্ধান্ত বদল ভোডাফোনের।
গ্রাহকদের স্বস্তি দিয়ে শুক্রবার সন্ধ্যায় জানান, “অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিটের উর্দ্ধসীমা তুলে দেওয়া হয়েছে। এখন অন্য নেটওয়ার্কে আনলিমিটেড, যত খুশি কল করা যাবে।”
Our new prepaid plans are here. Here’s to unlimited possibilities with free unlimited calling, even to other networks. pic.twitter.com/diCpJ3YmPT
— Vodafone (@VodafoneIN) December 6, 2019
৩৯৯ টাকা রিচার্জ করলে ৫৬ দিন ১.৫ জিবি করে প্রতিদিন ডেটা আর আনলিমিটেড কল।
২১৯ টাকা রিচার্জ করলে ১ জিবি প্রতিদিন ডেটা, ২৮ দিন আনলিমিটেড কল।
৪৪৯ রিচার্জ করলে ৫৬ দিন ২ জিবি করে প্রতিদিন ডেটা, আনলিমিটেড কল।
৪৯৭ রিচার্জ (FRC) করলে ৫৬ দিন ২ জিবি করে প্রতিদিন ডেটা, আনলিমিটেড কল।
রিচার্জ ৪৪৯ ও FRC ৪৯৭ টাকার রিচার্জ দুটি আগামী ৮ই ডিসেম্বর থেকে বাজারে পাওয়া যাবে। পাশাপাশি ১লা ডিসেম্বরে ঘোষণা হওয়া প্ল্যানগুলিও রয়েছে, সেগুলি আনলিমিটেড কলিংয়ের সুবিধা জুড়ে দেওয়া হয়েছে।