নিজস্ব প্রতিবেদন : অক্টোবর মাসে ভারতের সবথেকে বড় ৪জি সংস্থা রিলায়েন্স জিও লাগু করেছিল অন্য নেটওয়ার্কে কল করার জন্য প্রতি মিনিটে ৬ পয়সা। অন্য নেটওয়ার্কে আলাদা করে কল চার্জ ঘোষণার পরই বহু গ্রাহক রিলায়েন্স জিও থেকে মুখ ঘুরিয়ে চলে যায় এয়ারটেল, ভোডাফোন অথবা আইডিয়ার মত নেটওয়ার্কে। কিন্তু এবার এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার সমস্ত গ্রাহকদের জন্য শোনা গেল খারাপ খবর। আগামী ১লা ডিসেম্বর থেকেই নাকি বাড়তে চলেছে এই সমস্ত মোবাইল গ্রাহকদের মোবাইলের খরচ।
Vodafone Idea announced that it will "suitably" increase tariffs from December 1. Here's all you need to know#VodafoneIdea #Tariffs #Telecom https://t.co/BN42qPqp5N
— moneycontrol (@moneycontrolcom) November 18, 2019
সর্বভারতীয় নানান সংবাদপত্রের খবর অনুযায়ী, আগামী ১লা ডিসেম্বর থেকে এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়া তাদের ট্যারিফ রেট পরিবর্তন করতে চলেছে। এই পরিবর্তনে বাড়তে চলেছে ট্যারিফের দাম। তবে কিভাবে বা কত ট্র্যারিফের দাম বাড়ানো হবে তা নিয়ে এখনো পরিষ্কার ভাবে কিছু জানা যায়নি।
প্রসঙ্গত দিন কয়েক আগেই ভোডাফোনের তরফ থেকে বিবৃতি জারি করা হয়েছিল ভারতে তাদের ব্যবসা করা খুব কষ্টকর হয়ে পড়ছে দিনের পর দিন। টেলিকম ইন্ডাস্ট্রির বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই সংস্থার সিইও নিক রিড জানিয়েছিলেন, ভারতে তাদের ব্যবসার ভবিষ্যত অনিশ্চিত৷ তার জন্য বিশেষ কোনও সংস্থা দায়ী নয়৷ সমস্যাটা হচ্ছে চড়া কর, কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা ও বকেয়া লাইসেন্স নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়৷
Breaking | After Vodafone Idea, #Airtel also to raise tariffs from December 2019. Here's their statement@airtelindia #Tariffs #Telecom pic.twitter.com/1tEB43BMkR
— moneycontrol (@moneycontrolcom) November 18, 2019
ভোডাফোন সংস্থার তরফ থেকে জানা যায় ভারতে ব্যবসা করে দিনের পর দিন তাদের ক্ষতির পরিমাণ বাড়ছে। চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিক রিপোর্ট অনুযায়ী এই সংস্থার প্রায় ৫০,০০০ কোটি টাকা ক্ষতির সম্মুখিন। আর এই ক্ষতি এযাবৎ সর্ববৃহৎ। শুধু ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রেই নয়, একই পরিস্থিতি এয়ারটেলেরও। চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ৪,৮৭৪ কোটি টাকা লোকসানের মুখ দেখেছিল ভারতের এই জনপ্রিয় টেলিকম সংস্থাটি আর চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ২৩,০৪৫ কোটি টাকা লোকসানের মুখ দেখেছে ভারতী এয়ারটেল।