নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যেসকল টেলিকম সংস্থা রয়েছে তাদের মধ্যে একটি হল Vodafone Idea। এই টেলিকম সংস্থা দেশের তৃতীয় বৃহত্তম বেসরকারি টেলিকম সংস্থা। একসময় এই টেলিকম সমস্যার ব্যাপক চাহিদা থাকলেও ধীরে ধীরে তাদেরকে গ্রাহক সংখ্যা হারাতে দেখা যাচ্ছে এবং তৃতীয় স্থানে নেমে এসেছে এই টেলিকম সংস্থা।
এই টেলিকম সংস্থা এবার গ্রাহকদের পছন্দমত নম্বর দেওয়ার বন্দোবস্ত শুরু করল। অনেকের মধ্যেই নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য অথবা নম্বর সহজে মনে রাখার জন্য পছন্দসই নম্বরের চাহিদা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এই টেলিকম সংস্থা এবার এই সুবিধা নিয়ে আসা হয়েছে। নতুন এই সুবিধার পরিপ্রেক্ষিতে পছন্দসই ফ্যান্সি নম্বর দেওয়া হচ্ছে।
এইভাবে ফ্যান্সি নম্বর পাওয়ার জন্য গ্রাহকদের https://www.myvi.in ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে থাকা New Connection অপশন বেছে নিতে হবে। এই অপশন বেশি নেওয়ার পর বেছে নিতে হবে Fancy Number অপশন। সেখানে আবার আপনাকে বেছে নিতে হবে পোস্টপেড না প্রিপেড কোন কানেকশন নিতে চান। এরপর নিজের এলাকার পিন কোড দিতে হবে এবং আপনার যোগাযোগ নম্বর দিতে হবে।
ফ্যান্সি নম্বর খোঁজার জন্য একটি বক্স দেওয়া হয়েছে এবং সেখানে সর্বনিম্ন তিনটি নম্বর দিয়ে ফ্যান্সি নম্বর খুঁজতে হবে। ফ্যান্সি নম্বর পাওয়ার জন্য ভোডাফোন আইডিয়া গ্রাহকদের আলাদা করে কোন খরচ করতে হবে না বলেই জানা যাচ্ছে। তবে ভিআইপি ফ্যান্সি নম্বর পেতে ৫০০ টাকা লাগে।
প্রসঙ্গত, ভোডাফোন আইডিয়া ঋণে ঋণে জর্জরিত হয়ে যাওয়ার কারণে তাদের অবস্থা এখন সংকটজনক হয়ে দাঁড়িয়েছে। তবে এই সংস্থাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে সরকার। সংস্থার শেয়ার অধিকগ্রহণ করার বিষয়ে তৎপরতা শুরু করেছে কেন্দ্র।