এই সংস্থার সিম থাকলে দিনে ৬ ঘন্টা বিনামূল্যে ইন্টারনেট করার সুযোগ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত নভেম্বর মাসের শেষ থেকে ভারতের বেসরকারি টেলিকম সংস্থাগুলি নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে শুরু করেছে। প্রথম দাম বাড়াই ভোডাফোন আইডিয়া, ঠিক তার পরদিন দাম বাড়ায় এয়ারটেল এবং ডিসেম্বর মাসের ১ তারিখ দাম বাড়ায় জিও।

Advertisements

প্রতিটি টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যানের দাম বেড়েছে ২০ থেকে ২৫ শতাংশ। টাকার হিসাবে অঙ্ক ধরতে গেলে ৪০-৩০০ টাকা পর্যন্ত প্ল্যানের দাম বৃদ্ধি পেয়েছে। এই এত পরিমাণ মূল্য বৃদ্ধি হওয়ার কারণে স্বাভাবিকভাবেই গ্রাহকরা অসুবিধার সম্মুখীন হয়েছেন। তবে এই অসুবিধার মধ্যেই একটি টেলিকম সংস্থা দিনে ৬ ঘন্টা বিনামূল্যে ইন্টারনেট করার সুযোগ দিচ্ছে, তাও আবার আনলিমিটেড।

Advertisements

এই টেলিকম সংস্থাটি হলো Vi অর্থাৎ ভোডাফোন আইডিয়া। তারা তাদের গ্রাহকদের যেকোনো আনলিমিটেড রিচার্জ প্ল্যানের সঙ্গে এই সুবিধা দিচ্ছে। এছাড়াও তারা সারাদিনের ডেটা খরচ না হলে তা সপ্তাহান্তে ব্যবহার করার সুযোগও দিচ্ছে। এই সুবিধা কিন্তু এয়ারটেল অথবা জিও গ্রাহক পান না।

Advertisements

সংস্থার তরফ থেকে ঘোষণা অনুযায়ী, যে সকল গ্রাহকরা ন্যূনতম ২৯৯ টাকা বা তার বেশি রিচার্জ করবেন তারা। এই অফার অনুসারে প্রতিটি গ্রাহক প্রতিদিন রাত্রি ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট করার সুবিধা পাবেন। সংস্থার তরফ থেকে এই অফারের নাম দেওয়া হয়েছে Binge All Night।

এছাড়াও উইকেন্ড ডেটা রোলওভারের সুবিধা অনুযায়ী যে সকল গ্রাহকরা ন্যূনতম ২৯৯ টাকা রিচার্জ করবেন তারা দিনের কোটায় পাওয়া ডেটা শেষ করতে না পারলে তারা তাদের অ্যাকাউন্টে থেকে যাবে এবং সেই ডেটা ব্যবহার করা যাবে শনিবার এবং রবিবার।

এর পাশাপাশি আরও একটি অফার দেওয়া হচ্ছে এই টেলিকম সংস্থার তরফ থেকে। সেই অফারটি হলো ডেটা ডিলাইট। এই অফারের মাধ্যমে গ্রাহকদের সংস্থা প্রতিমাসে ২ জিবি ডেটা দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। এই সুবিধা পেতে হলে গ্রাহকদের Vi অ্যাপে লগইন করতে হবে এবং 121249 নম্বরে ডায়াল করতে হবে।

Advertisements