Vi 5G: ঘুম উড়বে জিও, এয়ারটেলের! এবার 5G আনছে ভোডাফোন আইডিয়া

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : 2G, 3G, 4G-র জামানা কাটিয়ে এবার দেশ ছুটে চলেছে 5G, 6G-র দিকে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে 5G পরিষেবা। 5G পরিষেবা সবচেয়ে দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়ার নিরিখে এগিয়ে রয়েছে জিও (Jio), অন্যদিকে মুকেশ আম্বানির টেলিকম সংস্থার ঠিক পিছনেই রয়েছে এয়ারটেল (Airtel)।

Advertisements

মানুষের হাতে হাতে এখন 5G পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ জিও এবং এই দুই টেলিকম সংস্থার তরফ থেকে চালানোর পরিপ্রেক্ষিতে রীতিমতো একছত্ররাজ তৈরি করছে তারা। তবে তাদের এই একচ্ছত্ররাজ আর বেশি দিন চলবে না, কেননা এবার 5G পরিষেবায় যোগ দিতে চলেছে ভোডাফোন আইডিয়া (Vi)। ভোডাফোন আইডিয়া এমন পরিষেবায় যোগ দিতে চলার কারণে প্রতিযোগিতা আরও বাড়বে এবং জিও ও এয়ারটেলের একচ্ছত্ররাজ বন্ধ হওয়ার পাশাপাশি তাদের ঘুম উড়তে পারে বলেও মনে করছেন অনেকেই।

Advertisements

গ্রাহক সংখ্যার নিরিখে এখন দেশের চারটি টেলিকম সংস্থার মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ভোডাফোন আইডিয়া। একসময় এই টেলিকম সংস্থার গ্রাহক অনেক বেশি থাকলেও অফার ও প্রযুক্তির দিক দিয়ে পিছিয়ে পড়ার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি গ্রাহক তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। তাদের বাধা ধরা গ্রাহকরা অনেকেই জিও এবং এয়ারটেলের মত টেলিকম সংস্থার নাম লিখিয়েছেন। তবে তারা 5G পরিষেবা লঞ্চ করলেই গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন ?Moto G34 5G: নতুন 5G ফোন আনল Moto! দাম ৯৯৯৯, Jio গ্রাহকদের জন্য বাড়তি ৪৫০০ টাকার বেনিফিট

সংস্থার ত্রৈমাসিক আয়ের যে আর্নিং কল হয় সেখানেই এবার দেশজুড়ে 5G পরিষেবা চালু করা নিয়ে বড় ঘোষণা করেন সংস্থার সিইও অক্ষয় মুদ্রা। যেখানে তিনি জানিয়েছেন, আগামী পাঁচ ছয় মাসের মধ্যেই তারা দেশজুড়ে 5G পরিষেবা চালু করে দেওয়ার জন্য বদ্ধপরিকর। যদিও এখনো পর্যন্ত 5G প্ল্যান সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। যে কারণে গ্রাহকরা এই সংস্থার 5G প্ল্যানের দিকে তাকিয়ে রয়েছেন।

ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে 5G পরিষেবা চালু করার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। মনে করা হচ্ছে চলতি বছরের মধ্যেই দেশের ভোডাফোন আইডিয়া ব্যবহারকারীরা 5G পরিষেবা উপভোগ করতে পারবেন। অন্যদিকে 5G পরিষেবা নিয়ে তৎপরতা শুরু করার পাশাপাশি সংস্থার তরফ থেকে ধাপে ধাপে দেশের বিভিন্ন জায়গা থেকে 3G পরিষেবা তুলে নেওয়া হচ্ছে। যে সকল জায়গা থেকে 3G পরিষেবা তুলে নেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে কলকাতাও।

Advertisements