Vodafone বন্ধ করতে পারে Unlimited কল, খরচ বাড়তে পারে ৭ গুণ

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিপুল পরিমাণে খরচ বাড়াতে পারে ভোডাফোন আইডিয়া। বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই খরচ বাড়তে পারে আগামী ১লা এপ্রিল থেকেই। এই টেলিকম সংস্থার কেন্দ্রের কাছে এখনো পর্যন্ত বকেয়া রয়েছে ৫৩০০০ কোটি টাকা। তাই কোন রাস্তা না পেয়ে তারা দাম বাড়ানোর পথেই হাঁটছে বলে খবর।

দেশের সর্বোচ্চ আদালত ইতিমধ্যেই ভোডাফোন আইডিয়াকে নির্দেশ দিয়েছে AGR (অ্যাভারেজ গ্রস রেভিনিউ) ফি বাবদ কেন্দ্রের কাছে বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দিতে। আর সে কারণেই তারা দাম বাড়াচ্ছে। তবে সর্বভারতীয় বিভিন্ন সংবাদপত্রের বিভিন্ন রকম মত পাওয়া গিয়েছে এই দাম বাড়ানো নিয়ে। কোন কোন সংবাদ সংস্থার দাবি করেছে, ১লা এপ্রিল থেকে ভোডাফোন আইডিয়া প্ল্যানের দাম বাড়তে পারে ৭ শতাংশ, কোন কোন সংবাদ সংস্থা আবার দাবি করেছে দাম বাড়তে পারে ৮ শতাংশ। বিভিন্ন সূত্র অনুযায়ী ১লা এপ্রিল থেকে ভোডাফোনে ১ জিবি ডেটার খরচ দাঁড়াতে পারে ৩২ থেকে ৩৫ টাকা পর্যন্ত। বর্তমানে যা খরচ হয় ৪ থেকে ৫ টাকা।

এছাড়াও সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী ১লা এপ্রিল থেকে ভোডাফোন আনলিমিটেড কলও বন্ধ হয়ে যেতে পারে। পরিবর্তে ভোডাফোন গ্রাহকদের মিনিটে ৬ পয়সা করে গুনতে হতে পারে অন্য নেটওয়ার্কে কল করার জন্য। এমনকি ভোডাফোন প্রিপেড গ্রাহকদের থেকে তাদের কানেকশন ব্যবহার করার জন্য ৫০ টাকা করে শুল্কও দেওয়ার আবেদন জানিয়েছে বলে খবর।

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে ভারতের সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের প্ল্যানের দাম বাড়ায় ৩৯ থেকে ৪২ শতাংশ পর্যন্ত। হঠাৎ করে এই দাম বাড়ায় ইতিমধ্যেই গ্রাহকরা চরম অসুবিধার সম্মুখিন।তারপর আবার যদি ভোডাফোন গ্রাহকদের নতুন করে বাড়তি খরচ গুনতে হয় তাহলে চরম অসুবিধা ভোগ করতে হবে গ্রাহকদের বলেই মত বিশেষজ্ঞদের।