Vodafone গ্রাহকদের জন্য সুখবর, এসে গেলো ডাবল ডেটা অফার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে জিও বিপ্লব আনলেও বর্তমানে অন্যান্য টেলিকম সংস্থাগুলি জিওর সাথে জোড় টক্কর শুরু করে দিয়েছে। যেদিন থেকে অর্থাৎ ১০ই অক্টোবর থেকে জিও অন্য নেটওয়ার্কে কল করার জন্য আলাদা করে টপ-আপ ভরার কথা জানিয়ে দেয়, সেদিন থেকেই উঠে পড়ে লেগেছে তার প্রতিদ্বন্দ্বি অন্যান্য টেলিকম সংস্থাগুলি। একের পর এক বড়োসড়ো অফারে টেক্কা দিচ্ছে জিওকে।

Advertisements

Advertisements

জিওর ঘোষণার পর জিওকে টেক্কা দিতে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, বিএসএনএল ঘোষণা করে আনলিমিটেড রিচার্জের সাথে অন্য নেটওয়ার্কে কল করার জন্য তাদের গ্রাহকের আলাদা করে কোনো চার্জ দিতে হবে না। কিন্তু এখানেই শেষ নয়, এরপরেও আরও বড় ঘোষণা করলো ভোডাফোন।

Advertisements

ভোডাফোন গ্রাহকরা এখন থেকে তাদের রিচার্জে পাবেন ডাবল ডেটা অফার। অর্থাৎ আগের মত যে রিচার্জে যা ডেটা পাওয়া যেত, এখন থেকে সেই রিচার্জেই পাওয়া দ্বিগুণ। আর এই অফার ভোডাফোনের নতুন ও পুরাতন সব গ্রাহকদের জন্য। রিচার্জ করার সাথে সাথে রিচার্জ অনুযায়ী অফার চালু হয়ে যাবে, এরপর কিছু পরেই অ্যাডিশনাল অফার চালু হয়ে যাবে।

অফার চলাকালীন ভোডাফোন গ্রাহকরা ২৪৯, ৩৯৯ ও ৫৯৯ টাকার রিচার্জে প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাবেন, পাশাপাশি রয়েছে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস। ২৪৯ টাকায় ২৮ দিন, ৩৯৯ টাকায় ৫৬ দিন ও ৫৯৯ টাকায় ৮৪ দিন ভ্যালিডিটি। আর এই স্পেশাল অফার চলবে ১লা মার্চ থেকে ১৫ই মার্চ পর্যন্ত।

Advertisements