ভোটার কার্ডের জন্য আর করতে হবে না ছোটাছুটি, নয়া ব্যবস্থা কমিশনের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নতুন ভোটার আইডি কার্ড করানোর জন্য আবেদন করার পরেও রয়েছে একাধিক ঝঞ্ঝাট। এই সকল নতুন ভোটার আইডি কার্ড পেতে ছোটাছুটি করতে হয় অফিসে। তবে এবার এই সকল ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতে নয়া ব্যবস্থা চালু করল কমিশন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এবার বাড়িতে বসেই নতুন ভোটার আইডি কার্ড পাবেন গ্রাহকরা এমনটাই জানানো হয়েছে।

Advertisements

কেন্দ্রীয় নির্বাচন কমিশন পোস্ট অফিসের সঙ্গে চুক্তি করে এই পরিষেবা আনার ঘোষণা করেছে। নতুন এই পরিষেবার মাধ্যমে ভোটার আইডি কার্ডের জন্য আবেদনকারী গ্রাহকরা বাড়িতে বসেই সিল করা খামে পেয়ে যাবেন তার ভোটার আইডি কার্ড। নতুন এই ভোটার আইডি কার্ড আবার হবে রঙিন। পাশাপাশি ওই মুখ বন্ধ খামে থাকবে জেলাশাসকের চিঠি, শপথ বাক্য এবং ভোটার গাইডলাইনস। জাতীয় ভোটার দিবস এমনটাই জানানো হয়েছে।

Advertisements

মঙ্গলবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে কলকাতার জাতীয় গ্রন্থাগারে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই জানানো হয়। সেখানে জানিয়ে দেওয়া হয় এবার থেকে আর সাদাকালো ভোটার আইডি কার্ড নয়, বরং রঙ্গিন ভোটার আইডি কার্ড পাবেন আবেদনকারীরা।

Advertisements

বর্তমানে সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে নির্বাচন কমিশন তাদের ভোটার আইডি কার্ডের ক্ষেত্রে একাধিক বদল এনেছে। এইসকল বদলের মধ্যে চালু করা হয়েছে অনলাইনে নতুন ভোটার আইডি কার্ড আবেদন করার পদ্ধতি, অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করার পদ্ধতি ইত্যাদি। এই সকল নতুন পদ্ধতির মধ্যেই এবার পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে বসে ভোটার আইডি কার্ড পাওয়ার পরিষেবা চালু করার ঘোষণা করা হলো।

নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন অথবা নিজের কাছে থাকা পুরাতন ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য গ্রাহকরা https://www.nvsp.in/ ওয়েব সাইট অথবা Voter Helpline অ্যাপের মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় কাজ করতে পারবেন। বাড়িতে বসেই যেমন এই সকল কাজ করা যাবে ঠিক তেমনই এবার বাড়িতে বসেই পাওয়া যাবে নিজেদের ভোটার আইডি কার্ড।

Advertisements