নিজস্ব প্রতিবেদন : ত্রুটিমুক্ত ভোটার তালিকা (Voter List) প্রস্তুত করার জন্য পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হলো ভোটার তালিকা সংশোধনের (Voter ID correction) কাজ। ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়ার আগে ইতিমধ্যেই বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক করা হয়েছে। এই বৈঠকে প্রতিটি রাজনৈতিক দল ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করার পক্ষে দাবি তুলেছে।
১ নভেম্বর থেকে শুরু হয়েছে এই ভোটার তালিকা সংশোধনের কাজ। ভোটার তালিকা সংশোধনের এই কাজ চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রাপ্তবয়স্করা নতুন ভোটার হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করতে পারবেন। নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার পাশাপাশি সংশোধন, বিয়োজন সহ ভোটার তালিকা সংক্রান্ত অন্যান্য কাজগুলি করা যাবে।
নির্বাচন কমিশন (Election Commission of India) সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ ক্যাম্প চলাকালীন প্রতিদিন দু’ঘণ্টা করে বুথ লেভেল অফিসাররা বুথে বসবেন। অন্যদিকে শনি এবং রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টে পর্যন্ত বুথে বসবেন বুথ লেভেল অফিসাররা। তবে আগামী ৬ নভেম্বর ভাইফোঁটা উপলক্ষে কোন কাজ হবে না।
১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলা এই বিশেষ ক্যাম্পের পর যে সকল আবেদন গ্রহণ করা হবে সেই সকল আবেদনের শুনানি হবে ডিসেম্বর মাস জুড়ে। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০২২ সালের ৫ জানুয়ারি। তবে এর পাশাপাশি অনলাইনেও নতুন ভোটাররা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং পুরাতন ভোটাররা নিজেদের নাম ঠিকানা সহ অন্যান্য তথ্য সংশোধন করতে পারবেন।
অনলাইনে নাম নথিভুক্ত করা অথবা সংশোধন করার ক্ষেত্রে ভোটারদের ‘ভোটার হেল্পলাইন মোবাইল অ্যাপ’ (Voter Helpline) ডাউনলোড করতে হবে অথবা নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট https://eci.gov.in/ অথবা https://nvsp.in/ এ যেতে হবে। অফলাইনে ভোটার তালিকায় নাম তোলা অথবা সংশোধন ও বিয়োজনের জন্য যেতে হবে নিকটবর্তী ভোটার ফেসিলিটেশন সেন্টারে।
নতুন ভোটার যাদের বয়স ১ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে ১৮ বছর পূর্ণ হচ্ছে তারা এই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পারবেন। এই সংক্রান্ত আরও বিষয়ে জানার জন্য যোগাযোগ করা যেতে পারে ১৯৫০ টোল ফ্রি নম্বরে।