নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) স্বপ্নের ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। শুধু রেলের স্বপ্নের ট্রেন নয়, বরং বন্দে ভারত এক্সপ্রেস দেশের প্রত্যেক নাগরিকদের কাছে স্বপ্নের ট্রেন। দেশের প্রথম সেমি হাইস্পিড এই ট্রেনটিতে চড়ার জন্য মুখিয়ে থাকেন অধিকাংশ যাত্রীরাই। অন্যদিকে দেশের মানুষদের চাহিদার কথা মাথায় রেখে এখনো পর্যন্ত ৫০টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে।
ভারতে যে সকল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে সেই সকল ট্রেনের মধ্যে একটি ট্রেন হল হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া। এটি পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। তবে এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে এবার চড়ার নতুন অভিজ্ঞতা পেলেন যাত্রীরা। এবার ট্রেনের ভিতরেই রীতিমতো তুমুল বৃষ্টির মুখোমুখি হতে হল যাত্রীদের। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে যাত্রীদের ছাতা মাথায় সিটে বসে থাকতে হয়।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কামরার ভিতর এমন তুমুল বৃষ্টির ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির সি ১৩ কামরায় এমন ঘটনা ঘটে। ওই কামরার মধ্যে এসি বিকল হয়ে যাওয়ার ফলে কামরার মধ্যেই বৃষ্টির মতো জল পড়তে শুরু করে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে যাত্রীদের কামরার মধ্যে ছাতা ফুটিয়ে বসে থাকতে হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা।
যাত্রীদের থেকে জানা গিয়েছে, মালদা স্টেশন পার হওয়ার পর থেকেই এমন ঘটনা ঘটতে দেখা যায়। দীর্ঘ রাস্তা তারা এইভাবে কামরার ভিতর ছাতা ফুটিয়ে বসে থাকার পর যখন ট্রেনটি বোলপুরে এসে পৌঁছায় তখন যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। এরপরই তড়িঘড়ি রেল কর্মীদের তরফ থেকে ওই কামরায় ছুটে আসা হয় এবং জল মুছে ব্যবস্থা গ্রহণ করা হয়।
তবে বোলপুর স্টেশনে পৌঁছানোর আগে পর্যন্ত যাত্রীদের তরফ থেকে একাধিকবার রেল কর্মীদের এই বিষয়ে জানানো হলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের একাংশের তরফ থেকে ক্ষোভ প্রকাশ করে জানানো হয়েছে, এত এত টাকা দিয়ে টিকিট বুকিং করার পর যদি এইভাবে যাতায়াত করতে হয় তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়।