Bandel Subway: অতীত হতে চলেছে ব্যান্ডেল সাবওয়েতে জল জমার সমস্যা! বড় উদ্যোগ নিচ্ছে রেল

Prosun Kanti Das

Published on:

Advertisements

Waterlogging problem of Bandel subway is being resolved: বর্ষা প্রায় চলেই এসেছে, বর্ষা মানে কলকাতার এক অন্য রূপ সামনে আসে। এদিক-ওদিক জমে থাকা জলের কারণে যাত্রী ভোগান্তির দিন শুরু। কলকাতার বেশ কিছু জায়গা জমা জলের কারণে যাত্রীদের বিপর্যস্ত হতে হয়। এর মধ্যে অন্যতম হলো ব্যান্ডেল সাবওয়ের (Bandel Subway) নিচে জমে থাকা জল। নিত্য কথাযাত্রীদের কাছে রীতিমতো আতঙ্কের সৃষ্টি করে। যাদের প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এই জমা জল। জল নিকাশি ব্যবস্থা তৈরি করা হয়েছে কিন্তু তারপরও কোন লাভ হয়নি। এখানে প্রায় সারা বছরই জল জমার সমস্যা হয় বর্ষা এলে তা অনেকটাই বেড়ে যায়।

Advertisements

অনেকদিন ধরেই এই পরিস্থিতির প্রতিকার করা নিয়ে আন্দোলন করছিলেন ভুক্তভোগীরা। কিন্তু এতদিন তেমনভাবে কোন পদক্ষেপ নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। কিছুদিন আগে ব্যান্ডেল স্টেশনটি নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। স্টেশনটির সংস্করণ করা হলে স্টেশন সংলগ্ন সাবওয়েটিরও (Bandel Subway) সংস্করণ করা প্রয়োজন বলে মনে করেছে তারা। সেই চিন্তাভাবনা থেকে সংস্করণের কাজে উদ্যোগী রেল কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসনের কাছে পাশে থাকার আবেদন জানিয়েছেন তারা। স্টেশনের জন্যই হয়তো এবার সাবওয়ের হাটুজলের সমস্যা মিটতে পারে।

Advertisements

সম্প্রতি ব্যান্ডেল সাবওয়ে (Bandel Subway) সংলগ্ন এলাকায় জমে থাকা জলের সমস্যা নিয়ে আলোচনার জন্য একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে জমা জলের সমস্যা মিটানোর জন্য কিছু উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। সারা কলকাতা জুড়ে প্রতিটি জল নিকাশি ব্যবস্থার নালাগুলিকে ভালো করে পরিষ্কার করার কথা জানিয়েছে সরকার। যাতে বর্ষার সময় জমে থাকা জল কোনো বড় সমস্যা সৃষ্টি করতে না পারে। শুধুমাত্র নালাগুলি পরিষ্কার করলেই হবে না। প্রয়োজন সংরক্ষণের ও নালাগুলি যাতে অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে না যায় সে বিষয়ে নজর রাখতে বলা হয়েছে। ১ টি প্রশ্ন উঠে এসেছিল নালাগুলি সংস্করণ করতে গেলে পঞ্চায়েত এলাকা কি সহযোগিতা করবে? সেই প্রশ্নের উত্তরে জানা গেছে, পঞ্চায়েত এলাকাগুলি জমা জলের হাত থেকে বাঁচতে সম্পূর্ণ সাহায্য করতে সম্মত হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Prevention of Money Laundering Act: বিদেশে পালিয়েও রেহাই নেই! বিজয় মালিয়া-নীরব মোদিদের টাকা ফেরৎ আনতে নতুন আইন আনছে কেন্দ্র

জল নিকাশি ব্যবস্থাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব, সংস্কার করাও সম্ভব। কিন্তু প্রতিনিয়ত নোংরা জমে নালাগুলি ক্ষতির সম্মুখীন হচ্ছে। ঠিক কি ধরনের বর্জ্য পদার্থ একটি নালায় ফেলা যায় সে সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ব্যান্ডেল সাবওয়ে (Bandel Subway) সংস্করণ করতে গিয়ে দেখা গেছে সেখানে প্লাস্টিক জমে নিকাশি ব্যবস্থা প্রায় বন্ধই হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে আপাতত নিকাশির ব্যবস্থার বলি পরিষ্কার করার নির্দেশই দেওয়া হয়েছে। ব্যান্ডেলের সংলগ্ন এলাকায় ইতিমধ্যে জল জমার সমস্যা শুরু হয়ে গেছে। বর্ষাকাল এলে যে কি পরিস্থিতি সৃষ্টি হবে সেই নিয়ে এখন থেকে চিন্তিত নিত্যযাত্রীরা। ব্যান্ডেল রেলস্টেশনটিকে ভারতের অন্যান্য সুসজ্জিত ষ্টেশনগুলির মধ্যে অন্যতম হিসেবে চিহ্নিত করতে চাইছে রেল কর্তৃপক্ষ। তাই সাবওয়ে সংলগ্ন এলাকারও যত্ন নেওয়া প্রয়োজন।

ব্যান্ডেল সাবওয়ে (Bandel Subway) সংলগ্ন এলাকায় একটি খাল রয়েছে। খালটির নাম রসভরা খাল। জল নিকাশি ব্যবস্থা সংস্কার করতে চাইলে সবার আগে যথপোযুক্ত ভাবে এই খালটির সংস্কারের প্রয়োজন। নাহলে জল জমার সমস্যা মেটানো কখনোই সম্ভব হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এখান থেকে জিটি রোড এবং দিল্লি রোডের লিংক রোডে পৌঁছানো সম্ভব নয়। মগড়ার দিকে যাবার জন্য বাস বা অটো পাওয়া যায় এই এলাকা থেকে জমজলের হাত থেকে মুক্তি পেতে নিকাশি ব্যবস্থা সংরক্ষণে উদ্যোগী সরকার।

Advertisements