Rail Ticket Booking: কিভাবে নিশ্চিত টিকিট পান দালালরা? আসল কারণ জানা গেল এতদিনে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Rail Ticket Booking: ভারতের পরিবহন ব্যবস্থার অন্যতম ভরসার জায়গা হল ভারতীয় রেল। লাখ লাখ যাত্রী প্রতিনিয়ত যাতায়াত করছে এই ভারতীয় রেলের মাধ্যমেই। ভারতীয় রেলে ভ্রমণ করা সহজ কারণ এর টিকিট খুবই সাশ্রয়ী। কিন্তু যখনই কোন বিশেষ উৎসব হয়, টিকিট পাওয়া একেবারে অসম্ভব হয়ে দাঁড়ায়। তখন এজেন্টের সাহায্য নিতে হয় সাধারণ মানুষকে। এখন প্রশ্ন হল যে এত সহজে এজেন্টরা টিকিট পায় কীভাবে? এই উপায় জানতে পারবেন আজকের প্রতিবেদনে।

Advertisements

কিন্তু যেকোন সাধারণ দিনে ভারতীয় রেলের টিকিট পেতে (Rail Ticket Booking) কখনোই কোনো অসুবিধা হয়নি।তবে উৎসবের সময় টিকিট পাওয়া খানিকটা মুশকিল হয়ে দাঁড়ায়। উৎসবের সময় বেশিরভাগ মানুষই তৎকাল টিকিট কাটার চেষ্টা করেন। কিন্তু যাত্রীরা তৎকাল টিকিট তো পান না বরং তাদের টিকিট ওয়েটিংয়ে চলে যায়। কিন্তু দালালরা সহজেই টিকিট ইস্যু করে যাত্রীদের কাছে বেশি দামে অফার করে। জরুরি অবস্থাতেও অনেক সময় তৎকাল টিকিটের প্রয়োজন পড়ে। এমন পরিস্থিতির জন্য রেলের এমন একটি সুবিধা রয়েছে যার সাহায্যে আপনার নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। রেলের এই ফিচার সম্পর্কে আজকে জানা যাবে এই প্রতিবেদনের মাধ্যমে।

Advertisements
বাল্ক বুকিং

ট্রেনের টিকিট কাটবার (Rail Ticket Booking) সময় দালালরা প্রায়শই জনপ্রিয় রুট এবং বিভিন্ন ভ্রমণের তারিখে প্রচুর সংখ্যক টিকিট বুক করে রাখে। এই কারণে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। কারণ ভারতীয় রেলের প্রতিটি রুট এবং ক্লাসের জন্য টিকিটের একটি বিশেষ কোটা বরাদ্দ করে।

Advertisements
সফটওয়্যার এবং স্বয়ংক্রিয় পদ্ধতি

টিকিট আগে থেকে কিনে রাখার জন্য সাধারণত ব্রোকাররা বিশেষ সফটওয়্যার এবং সরঞ্জাম ব্যবহার করে, যা বুকিং প্রক্রিয়া স্বয়ংক্রিয় করে। এই ডিভাইসগুলোর দ্বারা খুব সহজেই টিকিট বুক করা যায়। যা ম্যানুয়ালি বুক করা নিয়মিত ব্যবহারকারীদের তুলনায় তাদের এগিয়ে রাখে। এছাড়াও বিভিন্ন দালালের ট্রেন সিস্টেমের মধ্যে বা বুকিং এজেন্টদের সঙ্গে অভ্যন্তরীণ সম্পর্ক থাকতে পারে। তারা খালি আসন সম্পর্কে সহজেই জেনে যায়।

ওয়েটিং লিস্ট

দালালরা খুব সহজেই ওয়েটিং টিকিটকে কনফার্ম করার (Rail Ticket Booking) পদ্ধতি জানে। এই বিশেষ কৌশলের মাধ্যমে তারা বেশি দামে টিকিট বিক্রি করতে পারে। তারা ওয়েটিং লিস্ট ভালভাবে পর্যবেক্ষণ করে এবং কনফার্মের সম্ভাবনা বাড়ানোর জন্য ইচ্ছা করে টিকিট বাতিল এবং পুনরায় বুকিং করে।

আরও পড়ুন: অপেক্ষার অবসান, সম্পূর্ণ ট্রায়াল রান, চালু হবে বন্দে ভারত স্লিপার, কবে থেকে?

একাধিক অ্যাকাউন্ট

এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, টিকিট ব্রোকাররা প্রায়ই একাধিক ব্যক্তিগত বিবরণ এবং অ্যাকাউন্ট ব্যবহার করে টিকিট বুক করে এবং তাতে কনফার্ম আসন পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

তৎকাল বুকিং

তৎকাল বুকিং জরুরি অবস্থায় প্রয়োজন পড়ে। টিকিট দালালরা তৎকাল কোটার অধীনে কিভাবে টিকিট বুক (Rail Ticket Booking) করতে হবে তাতে একেবারে বিশেষজ্ঞ। যাত্রার তারিখের একদিন আগে তৎকাল টিকিট বুক করা হয়। যাত্রীদের শেষ ভরসা হলো তৎকাল টিকিট এবং উৎসবের সময় এটির প্রয়োজন সবথেকে বেশি পড়ে। দালালরা ভালভাবে প্রস্তুত হয়ে একাধিক এজেন্ট ব্যবহার করে এই টিকিটগুলি বুক করে নেয়।

অন্যের নামে

একাধিক নামে টিকিট কাউন্টার থেকে সহজেই টিকিট বুক করা যায় এবং কনফার্ম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজেন্টের মাধ্যমে কনফার্ম টিকিট পেতে চাইলে দ্বিগুন টাকা দিতে হয় কিন্তু টিকিট কনফার্ম হয়ে যায়। যখন দালালরা আপনাকে টিকিট দেন এবং বলেন যে TTE আপনার থেকে আইডি চাইবেন না, কিন্তু কনফার্ম করার জন্য শুধুমাত্র আপনার নাম জানতে চাইবে। টিকিট কাউন্টার থেকে যেসব টিকিট নেওয়া হয় তার জন্য আইডি লাগেনা। সেজন্য দালাল আপনার নামের বদলে টিকিটে টাকা নামই বলতে বলেন। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনাকে কোনরকম সমস্যার সম্মুখীন হতে হবে না। ভাগ্য খারাপ থাকলে বড় সমস্যায় পড়তে পারেন। আপনাকে জরিমানাও দিতে হতে পারে। এমনকি নতুন টিকেট পর্যন্ত করতে হয়।

Advertisements