Ways to stop Millipede from entering the house in Monsoon with the help of Preventive Oil: আর্থপোডা শ্রেণীভুক্ত ১ টি প্রাণী হল কেন্নো। গোটা শরীরটা অনেকগুলো খন্ডাংশো নিয়ে তৈরি। শরীরের প্রতিটা খন্ডের সাথে যুক্ত রয়েছে ২ জোড়া করে সন্ধিস্থ পা। ভিজে আবহাওয়া আর স্যাঁত স্যাঁতে পরিবেশ কেন্নোর আনাগোনা বেড়ে যাওয়ার অন্যতম কারণ। আর তাই বর্ষাকালে ঘরের মধ্যে ঢুকে পড়তে দেখা যায় কেন্নোকে। কখনো দেয়াল বাইতে, কখনো জালনার ফাঁকে গুটি পাকিয়ে বসে আছে আবার কখনো বাথরুমে উপদ্রব চলতে থাকে কেন্নোর। কিন্তু কেন্নো নিয়ে আর চিন্তার কোন কারণ নেই। কেন্নোর হাত থেকে বাঁচতে ব্যবহার করুন এই বিশেষ তেলটি (Millipede Preventive Oil)।
ভিজে স্যাঁত স্যাঁতে যে কোন জায়গায় কেন্নোর উপদ্রব ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। বর্ষাকালে যেহেতু আশপাশের সবকিছুতেই একটু ভেজা ভাব থাকে, তাই বর্ষাকালে কেন্নোর উপদ্রব একটু বেড়ে যায়। আপনিও যদি আপনার বাড়িতে কেন্নো ঢোকা নিয়ে সমস্যায় থেকে থাকেন, তাহলে আর চিন্তার কোন কারণ নেই খুব সহজ উপায়ে আপনি দূর করতে পারবেন আপনার বাড়ির কেন্নোগুলিকে। বিশেষ এই তেলটি জলে মিশিয়ে ব্যবহার করলেই ফল পাবেন হাতেনাতে। কেন্নো আপনার বাড়ির আশপাশেও আসবে না। কেন্নো প্রতিরোধে এই তেলটি (Millipede Preventive Oil) একেবারে অব্যর্থ।
বর্ষায় শুধু কেন্নো নয়, উপদ্রব বেড়ে যায় অনেক পোকা মাকড়েরই। আর সেই সমস্ত কিছু তাড়াতে অনেক ধরনের কেমিক্যাল কিনতে পাওয়া যায় বাজারে। সেই সমস্ত কেমিক্যাল ব্যবহার করে থাকেন অনেকেই। কিন্তু তাতে তেমন একটা লাভ পাওয়া যায় না। এখন থেকে কেন্নো তাড়ানোর জন্য বাজার থেকে কোন কেমিক্যাল বা স্প্রে জাতীয় কিছু কিনে আনার প্রয়োজন নেই। ঘরোয়া টোটকা ব্যবহার করেই আপনি দূর করতে পারবেন কেন্নোগুলিকে। কেন্নো প্রতিরোধে (Millipede Preventive Oil) এই টোটকা ভীষণভাবে কাজে দেবে। আপনার বাড়িটিকে কিভাবে কেন্নো মুক্ত করবেন তা জানতে চাইলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।
আরও পড়ুন ? Second Largest City: রাজ্যের বৃহত্তম শহর কলকাতা, তবে দ্বিতীয় কোনটি? আপনার হাতের কাছেই রয়েছে ওই শহর
ভাবছেন তো ঘরোয়া উপায়ে এমন কি তেল ব্যবহার করা যায়, যাতে কেন্নো একেবারে চলে যাবে? তেলটা কিন্তু আপনার আমার ঘরে সব সময়ের জন্যই থাকে। তেলটা হলো কেরোসিন তেল। কেন্নো তাড়াতে একেবারে অব্যর্থ জিনিস (Millipede Preventive Oil)। কেরোসিন তেলের গন্ধ কেন্নো সহ্য করতে পারে না। তাই ঘরের আশপাশে বিশেষ কিছু জায়গায় কেরোসিন তেল ব্যবহার করা হলে, কেন্নো আর বাড়ির আশপাশেও আসতে পারবে না। এছাড়াও ঘরগুলিকে যতটা সম্ভব আদ্রতা মুক্ত রাখার চেষ্টা করতে হবে। যেহেতু আদ্র স্যাঁত স্যাঁতে জাগাতেই কেন্নোর উপদ্রব বেশি হয়, তাই ঘরে আলো বাতাস যথেষ্ট পরিমাণে ঢুকছে কিনা, ঘরে আদ্রতা স্বাভাবিক রয়েছে কিনা তা খেয়াল রাখা উচিত।
আপনি চাইলে বেকিং সোডা আর লবণ মিশিয়ে ১ টি স্প্রে তৈরি করে নিতে পারেন। বাড়ি থেকে কেন্নো তারাতে এই স্প্রেও বেশ উপকারী। তবে কেন্নো যদি চিরতরে তাড়িয়ে দিতে চান তাহলে অবশ্যই ব্যবহার করতে হবে কেরোসিন তেল। কেন্নো প্রতিরোধের জন্য কেরোসিন তেলের (Millipede Preventive Oil) থেকে ভালো উপায় আর কিছু হবে না। ১ লিটার জলের সাথে ১ কাপ কেরোসিন তেল মিশিয়ে ছড়িয়ে দিতে হবে ঘরের আশপাশে, জানলা, দরজায়। ঘরের ভিতরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এমন প্রত্যেকটা জায়গাতে ছড়িয়ে দিতে হবে কেরোসিন তেল। জল ও কেরোসিন তেলের সেই মিশ্রণের গন্ধে কোন ভাবেই কেন্নোকে আপনার বাড়ির আশপাশে আসতে দেবে না।