WB Civic Volunteers: নীল প্যান্ট, আকাশি জামা অতীত! এবার সিভিকদের নতুন পোশাক নিয়ে জল্পনা, মিলতে পারে এই রঙ

Prosun Kanti Das

Published on:

WB Civic Volunteers can get khaki color uniform: সদ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের মতো রাজ্য সরকারি সিভিক ভলেন্টিয়াররাও সম হারে বোনাস পাবেন। স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রীর ঘোষণার পর খুশি হয়েছেন রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়াররা (WB Civic Volunteers)। তবে এরই মধ্যে রাজ্যের সমগ্র সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে নতুন একটি দাবি শোনা গেল। সাধারণত আকাশী রং এর জামা এবং নীল প্যান্ট পড়ে ডিউটি করতে দেখা যায় সিভিক ভলেন্টিয়ারদের। প্রথম দিকে তাদের নির্দিষ্ট পোশাক না থাকলেও পরবর্তীকালে তাদের জন্য নির্ধারিত হয় আকাশী রংয়ের জামা এবং নীল প্যান্ট। খাকি উর্দিধারী পুলিশ অফিসারদের সঙ্গে সমান তাহলে কাঁধ মিলিয়ে ডিউটি করলেও তাদের পোশাকের ভিন্নতার কারণে সহজেই তাদের চিহ্নিত করা যায়। তবে এবার তাদের পরনেও দেখা যাবে পুলিশের মতো খাকি পোশাক।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে তৈরি করেন সিভিক ভলেন্টিয়ার (WB Civic Volunteers) এর এই পদ। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে থানার দৈনন্দিন কাজকর্ম সমস্ত কিছুই সামলাতে হয় সিভিক ভলেন্টিয়ারদের। দীর্ঘ দিন ধরেই সিভিক ভলেন্টিয়াররা অভিযোগ জানাচ্ছিলেন বিভিন্ন স্থানে পুলিশ কর্মীদের সহযোগী হিসেবে তারা কাজ করলে ও আলাদা পোশাকের কারণে তারা সহজেই সিভিক ভলেন্টিয়ার হিসেবে চিহ্নিত হয়ে যান। এ কারণে বিভিন্ন স্থানে কোনো ঝামেলার পরিস্থিতি সৃষ্টি হলে উত্তেজিত জনতা বা কোনো রাজনৈতিক সংঘর্ষের টার্গেট হয়ে যান তারা। আর বিভিন্ন সংঘর্ষের টার্গেট হওয়ার কারণে বারবার তাদের আঘাতপ্রাপ্ত হতে হয়েছে বলেও শোনা যায়।

তারা রাজ্য পুলিশের সঙ্গে সরাসরি যুক্ত নয় বা রাজ্য পুলিশের স্থায়ী কর্মী নয় বলেই তাদের উপর বারবার আক্রমণ হয়। এই কারণে সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশের কর্মীদের তরফ থেকে দাবি করা হয়েছে আকাশী জামা এবং নীল প্যান্টের বদলে তাদেরও এবার দিতে হবে পুলিশের মতো খাকি রংয়ের উর্দি। তাদের এই দাবির সঙ্গে সহমত হয়েছেন স্টেট পুলিশ ওয়েলফেয়ারের কর্তারাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সিভিক ভলেন্টিয়ারদের সুযোগ সুবিধার জন্য নানা ব্যবস্থা চালু করছেন। তাই এই বিষয়টিকেও তিনি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন বলেই জানা যাচ্ছে। সমস্ত কিছু ঠিক থাকলে লোকসভা নির্বাচনের আগেই পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা এই ভলেন্টিয়ারদের গায়েও দেখা যাবে খাকি উর্দি।

আরও পড়ুন ? Civic Volunteer: সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর, এবার ৩৩০০ টাকা বাড়তি দেওয়ার ঘোষণা করল রাজ্য

সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে আয়োজিত পুলিশ কর্মীদের সম্মেলনে তারা অংশগ্রহণ করে বিভিন্ন স্থানে সিভিক ভলেন্টিয়ারদের ঠিক কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার বিবরণ তারা উচ্চপদস্থ কর্তাদের জানান। সেখানে উপস্থিত ছিলেন পুলিশ ওয়েলফেয়ার কমিটির বহু উচ্চপদস্থ কর্তা। তাদের এই দাবি উচ্চপদস্থ কর্তারা বিবেচনা করে দেখছেন বলেই জানা গেছে। আশা করা যাচ্ছে আসন্ন নির্বাচনের আগেই তাদের পোশাকের এই বদল হতে পারে।

তাদের জন্য খাকি উর্দির ব্যবস্থা করা হলে তাদের নিরাপত্তা যেমন বাড়বে, পাশাপাশি সামাজিক সম্মান ও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। বিরোধীরা বারবার সিভিক ভলেন্টিয়ারদের (WB Civic Volunteers) কাজকর্ম নিয়ে নানারূপ বিরূপ মন্তব্য করেছেন। বিরোধীরা মনে করছেন সিভিক ভলেন্টিয়ারদের খাকি পোশাক পরিয়ে আইনের চোখকে ফাঁকি দিয়ে তাদের ভোটের কাজে ব্যাবহার করার চেষ্টা চালাচ্ছে রাজ্য।