পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আরও ১২০টি ট্রেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : গতদিন মমতার সরকার ঘোষণা করেছিলেন যে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর সকল খরচ বহন করবেন তিনি। প্রসঙ্গত, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর ৮৫% ভাড়া কেন্দ্র সরকার মুকুব করেছিল বাকি ১৫% ভাড়া শ্রমিকদের দিতে হতো। কিন্তু বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছিল পরিযায়ী শ্রমিকদের অনেক চড়া দামে টিকিট কিনতে হচ্ছে। অনেক জায়গায় নানারকম কারচুপি হচ্ছে। তাই গতদিনই মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন যে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর সব খরচ বহন করবে তার সরকার। রাজ্যে ফিরতে তাদের আর কোন ভাড়া লাগবে না।

বিগত কয়েকদিন ধরেই পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল। কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য বিরোধীপক্ষের নানা নেতাদের দাবি ছিল পরিযায়ী শ্রমিকদের প্রতি রাজ্য সরকার সহানুভূতিশীল নন।পরিযায়ী শ্রমিকদের প্রতি ঠিক বিচার করা হচ্ছে না। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেখা যায়, পরিযায়ী শ্রমিকদের ট্রেন ভাড়া রাজ্য সরকার দেবে। অর্থাৎ তাদেরকে নিজের পকেট থেকে টাকা দিতে হবে না।

আর আবারও মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জানালেন, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে তিনি চেষ্টার কোন কমতি করছেন না। এর আগে ১০০ টি ট্রেন বুক করা হয়েছিল। আরও ১২০ টি ট্রেন তিনি কেন্দ্রের কাছ থেকে চাইবেন। মোট ২৩৫ ট্রেন বরাদ্দ করা হবে পরিযায়ী শ্রমিকদের জন্য। মুখ্যমন্ত্রীর কথায়, “১০০টি ট্রেন বুক করা হয়েছে। এছাড়াও ১৫টি ট্রেন এসেছে।আগামী দু-তিনদিনের মধ্যে আরও ১২০ টি ট্রেন চাইবো। সমস্ত খরচ দেবে রাজ্য। মোট ২৩৫ টি ট্রেন আসবে। কেউ রাজ্যের সীমানায় এলে খবর দিন। তবে সন্ধে বেলা আসবেন না। কেন্দ্র কারফিউ জারি করেছে।”

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে তিনি বদ্ধপরিকর। তাদের প্রতি রাজ্য সরকার যথেষ্ঠ সহানুভূতিশীল।বরঞ্চ কেন্দ্রের আর্থিক প্যাকেজই আসলে অশ্বডিম্ব একথা বলতেও মুখ্যমন্ত্রী ছাড়েন নি। “গত কয়েকদিন ধরে শুধু প্রতিশ্রুতি দেওয়া হল। কেন্দ্রের অনুদান পেতে গেলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙতে হবে। আমি মানবিকতার রাজনীতি করি। তাই এই নিয়ম মানব না।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ক্ষমতায় না থাকলেও বিরোধী দলগুলির পরিযায়ী শ্রমিকদের প্রতি একটি দায়িত্ব আছে। তাই শুধু শুধু রাজ্য সরকারের বদনাম না করে তারাও তো কিছু দায়িত্ব নিতে পারেন। “বিরোধী দলগুলি শুধু বিরোধিতা করছে। ওদের লজ্জা নেই। শুধু বলছে, লক্ষ-লক্ষ মানুষ ফিরছে। বাসের ব্যবস্থা করুন। ট্রেনের ব্যবস্থা করুন। নিজেরাও কিছু দায়িত্ব নিন না।”

এদিন কেন্দ্র সরকারের সাথে বিরোধী দলগুলিকেও একইসঙ্গে বিঁধলেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলগুলিকে শুধু শুধু রাজনীতি না করে একটু দায়িত্ব নিতে বলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “আপনারা ক্ষমতায় না থাকলেও রাজ্যের প্রতি আপনাদেরও দায়িত্ব আছে। সেটা সঠিকভাবে পালন করুন।” মুখ্যমন্ত্রী আরও বলেন যে তার সরকার পরিযায়ী শ্রমিকদের নিয়ে করা সত্ত্বেও বিরোধী শিবির বদনাম করছে। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন “বাংলার নামে বদনাম করা হচ্ছে। নিজেরা অশান্তি করে, বাংলার ঘাড়ে দোষ চাপানো হচ্ছে।”

যদিও ট্রেন নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েলের দাবি, “পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরাতে প্রতিদিন ১০৫ টি ট্রেনের প্রয়োজন। সেখানে বাংলা ৩০ দিনে ১০৫টি ট্রেনের অনুমতি দিয়েছে।”