নিজস্ব প্রতিবেদন : অবশেষে সমাপ্তি হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েনের। জানা গিয়েছে, রাজ্যের ২১ লক্ষ ৭৯ হাজার কৃষক ইতিমধ্যেই কেন্দ্র সরকারের এই প্রকল্পের সাহায্যের জন্য অনলাইনে আবেদন করেছেন। এমত অবস্থায় শেষমেষ রাজ্য সরকারের তরফ থেকে সোমবার রাজ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করার সম্মতি দিলো। সম্মতি দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেন।
যদিও এই কেন্দ্র সরকারের প্রকল্প রাজ্যে চালু করার সম্মতি দিলেও রাজনৈতিক চাপানউতোরের সমাপ্তি ঘটেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সম্মতি দেওয়ার পাশাপাশি জানান, “কেন্দ্রের সমস্ত প্রকল্প রাজ্য সরকারের মাধ্যমে বাস্তবায়িত হয়। এই প্রকল্পের বিষয়ে আমরা তাই চেয়েছিলাম। কেন্দ্রের কৃষি মন্ত্রীকে আমি ফোন করেছিলাম। কিন্তু উনি বলেছেন, আমরা ডাইরেক্ট করতে চায়। তখনই বুঝেছিলাম রাজনৈতিক উদ্দেশ্য আছে। সে থাকুক। ভোটের বছর। এখন সকালে বিকালে রাতে বাংলার কথা মনে পড়ছে প্রধানমন্ত্রীর। তবে কৃষকরা যদি টাকা পায় তো ভালো।”
কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি দিন কয়েক আগেই খোঁচা দিয়ে বলেছিলেন, “একমাত্র বাংলায় এই প্রকল্প চালু করেনি সেখানকার সরকার। দেশের মধ্যে বাংলার ৭৩ লক্ষ কৃষক এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন।”
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অনলাইন আবেদন পদ্ধতি
২০১৮ সালের ডিসেম্বর মাসের ১ তারিখ কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। এই প্রকল্পের আওতায় ২ হেক্টর পর্যন্ত জমির মালিকরা বছরে ৬ হাজার টাকা করে সরকারি সাহায্য পেয়ে থাকেন। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় দেশের ৯ কোটি কৃষক যুক্ত হয়েছেন এবং তারা প্রতিবছর কেন্দ্র সরকারের তরফ থেকে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই সাহায্য পেয়ে আসছেন।
অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ তে যেতে হবে।
সেখানে ‘New Farmer Registration’ বিকল্পে ক্লিক করতে হবে।
ক্লিক করলেই পরবর্তী পেজে Aadhaar নম্বর চাওয়া হবে এবং ওয়েবসাইটে দেওয়া ‘Captcha’ দিতে হবে।
এরপর আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি Rural অথবা Urban কৃষক। আপনি যে এলাকার সেই এলাকা পছন্দ করে নিতে হবে। এরপর Yes বটনে ক্লিক করতে হবে।
এরপর পরবর্তী পর্যায়ে আপনার কাছে আবেদন করার অনলাইন ফর্ম চলে আসবে। যেখানে রাজ্য গ্রাম এবং অন্যান্য বিবরণ সঠিকভাবে দিতে হবে। পাশাপাশি এই ফর্মে দিতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্বন্ধীয় যাবতীয় বিবরণ।
পাশাপাশি এই ফর্ম ফিলাপ করার সময় আপনাকে আপনার জমি সম্পর্কিত বিবরণও দিতে হবে। বিবরণের মধ্যে রয়েছে আপনি কত পরিমান জমির মালিক এবং সেই জমির খতিয়ান ইত্যাদি। এরপর ‘SAVE’ বিকল্পে ক্লিক করতে হবে।
পরবর্তী পর্যায়ে আপনার দেওয়া তথ্য ভেরিফিকেশন করা হবে এবং আপনি যদি এই প্রকল্পের জন্য উপযোগী হয়ে থাকেন তাহলে কেন্দ্র সরকারের তরফ থেকে আপনাকে প্রকল্পের সমস্ত রকম সুযোগ-সুবিধা দেওয়া হবে।