নিজস্ব প্রতিবেদন : রাজ্যে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে সোমবার নতুন একটি প্রকল্পের ঘোষণা করলেন, যার নাম ‘চোখের আলো’।
এই প্রকল্পের মধ্য দিয়ে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক বৈঠক করে তিনি জানান, “এই প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছরে রাজ্যের ২০ লক্ষ বৃদ্ধ-বৃদ্ধার ছানি অপারেশন করা হবে বিনামূল্যে। এদের মধ্যে ৮ লক্ষের বেশি বৃদ্ধ-বৃদ্ধাকে বিনামূল্যে চশমা দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পাবেন স্কুল পড়ুয়ারাও।”
স্কুল পড়ুয়াদের সুবিধা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “চোখের আলো প্রকল্পের মাধ্যমে সরকারি স্কুল পড়ুয়াদের বিনামূল্যে চোখ সম্বন্ধীয় চেকআপ করা হবে। প্রয়োজন পড়লে বিনামূল্যে পড়ুয়াদের চশমাও দেবে রাজ্য সরকার। চোখের পরীক্ষা করা হবে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতেও। প্রয়োজনে তাদের চিকিৎসাও হবে।”
এই প্রকল্প শুরু হচ্ছে আগামী মঙ্গলবার থেকেই। মঙ্গলবার থেকে রাজ্যের ১২০০ পঞ্চায়েত এবং বেশ কিছু পৌরসভায় এই প্রকল্প চালু করা হবে। আগামী কয়েকদিনের মধ্যে এই প্রকল্প গোটা রাজ্যে চালু হয়ে যাবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।