সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভোটের মরশুমে রাজ্যের সরকারি কর্মচারীদের যে ভাগ্য খুলতে চলেছে তা আভাস ছিলই। আর সেই আভাসকে নিশ্চিত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়া হবে ডিএ, তা জানিয়ে দেওয়া হলো।

Advertisements

Advertisements

বৃহস্পতিবার রাজ্যের সরকারি কর্মচারীদের ফেডারেশনের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা করেন। তিনি তার ঘোষণায় জানান, জানুয়ারি মাসে ৩% ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা।

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “আমি খুশি হলে বা বিরক্ত হলে আপনারা জানতে পারবেন। রাজনীতিতে আমি কোন ছলনা করি না। আপনাদের তরফ থেকে আমাকে দেওয়া চিঠি আমার হৃদয় স্পর্শ করে গেছে। যদিও আমার টাকা নেই, পয়সা নেই। ৮৫ হাজার কোটি টাকা কেন্দ্র থেকে পাবো। তবুও সরকারি কর্মচারীদের গায়ে হাত পড়ুক তা আমরা চাই না।” এর পরেই তিনি আগামী বছর জানুয়ারি মাসে ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা জানান।

এর পরেই তিনি বলেন, যতটুকু পারলাম দিলাম। আর এই কথা বলার সাথে সাথে তিনি ‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই/দিন দুঃখিনী মা যে তোদের এর বেশি আর সাধ্য নাই।’ উর্দ্ধৃতিটি তুলে ধরেন।

তবে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সম্পর্কিত একটি মামলা ইতিমধ্যেই হাইকোর্টের তত্ত্বাবধানে রয়েছে। যার রায় ঘোষণা রয়েছে আগামী ১৬ ডিসেম্বর। আর এই রায় ঘোষণার আগেই মুখ্যমন্ত্রীর এমন ঘোষণা তাৎপর্যপূর্ণ। ডিএ মামলায় স্যাট রাজ্যকে নির্দেশ দিয়েছিল অবিলম্বে বকেয়া ডিএ মেটানোর জন্য। এমনকি বকেয়া মেটানোর ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। তবে রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায়।

Advertisements