বাংলা ছেড়ে বিদেশের মাটিতে পিয়ানো অ্যাকর্ডিয়ানে সুর তুললেন মমতা! কি বাজলো জানেন

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে বাণিজ্য টেনে নিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এখন বিদেশ সফরে। ১১ দিনের জন্য তিনি বিদেশ সফরে রয়েছেন। তার বিদেশ সফর শুরু হয় দুবাই (Dubai) দিয়ে এবং পরে পৌঁছে যান স্পেন (Spain)। আর এই বিদেশ সফরের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাদ্রিদের রাস্তায় দেখা গেল একেবারে অন্য মেজাজে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র একজন মুখ্যমন্ত্রী নন, পাশাপাশি তিনি শিল্পী। তিনি যেমন ছবি আঁকতে পারেন, ঠিক সেই রকমই আবার গানবাজনায় তিনি সমানভাবে দক্ষ। আর এসবেরই প্রতিফলন দেখা গেল বিদেশের মাটিতেও। ঠিক যেভাবে তিনি বাংলায় বিচরণ করে থাকেন, বাংলা ছেড়ে যখন বিদেশে রয়েছেন তখনও সেই একইভাবে তাকে বিচরণ করতে দেখা যাচ্ছে। আর এনিয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত মুখ্যমন্ত্রী অনুরাগীরা।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনের রাজধানী মাদ্রিদের রাজপথে রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিক এবং সফর সঙ্গী সাংবাদিকদের নিয়ে হাঁটছিলেন। ঠিক সেই সময় তিনি হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে পড়েন এবং রাস্তায় পিয়ানো অ্যাকর্ডিয়ান নিয়ে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছে যান। মুখ্যমন্ত্রী এইভাবে ঐ ব্যক্তির কাছে যাবেন তা নিরাপত্তারক্ষীরাও বুঝতে পারেননি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ব্যক্তির কাছে গিয়ে পিয়ানোতে সুর বাঁধা শুরু করেন। তার আঙুলের ছোঁয়ায় বিদেশের মাটিতে পিয়ানোয় বেজে ওঠে ‘আমরা করব জয়।’ এই ভিডিওটি ক্যামেরা বন্দি হওয়ার পর তা মমতার সফরসঙ্গী কুনাল ঘোষ প্রথম সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। পরবর্তীতে ওই ভিডিও ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিদেশ সফল হয়েছে তাতে স্পেনের রাজধানীর মাদ্রিদ ছাড়াও তিনি বার্সেলোনা যাবেন। একাধিক বৈঠক এবং বিজনেস সামিটে অংশগ্রহণ করার পর আবার ফিরে আসবেন দুবাইয়ে এবং সেখানেও একটি বাণিজ্য সংক্রান্ত বৈঠকে অংশগ্রহণ করবেন। এরপর তিনি আবার ফিরে আসবেন বাংলায়। তার এই সফরের মূল লক্ষ্য হলো রাজ্যে বাণিজ্য টেনে আনা।