মোদির পাল্টা মমতা, ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে নতুন সিদ্ধান্ত রাজ্যের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাংলার সাথে কেন্দ্রের দ্বৈরথ দীর্ঘদিনের। আর এবার এই ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে দ্বৈরথ দেখা দিলো। মোদি সরকারের পাল্টা দিতে এবার মমতা সরকার আসরে নামলো। ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এই পাল্টা দিতে নতুন সিদ্ধান্ত নেওয়া হলো।

Advertisements

Advertisements

করোনার টিকা নেওয়ার পর কো উইন পোর্টাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত সার্টিফিকেট পাওয়া যায়। আর এর পাল্টা দিতে এবার আসরে নামলো রাজ্য সরকার। জানা যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে করোনা টিকা নেওয়াদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি সম্বলিত সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়াও থাকবে তার বার্তা।

Advertisements

সূত্র মারফত জানা যাচ্ছে, বাংলার বাসিন্দারা যাঁরা টিকা নেবেন তাদের মোবাইল নম্বরে একটি করে লিঙ্ক পাঠানো হবে। সেই লিঙ্ক থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত আলাদা করে সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। তবে রাজ্যের এই সার্টিফিকেটে কেন্দ্রের মত ইউনিক নম্বর থাকবে না বলেই জানা গিয়েছে।

তবে এই ঘটনাকে রাজ্য কেন্দ্র বিরোধ এমনটা বলা যাবে না বলেই অনেক স্বাস্থ্য কর্তারা জানিয়েছেন। তাদের দাবি, শুধু পশ্চিমবঙ্গ নয়, বরং এর আগে থেকেই এমন পদ্ধতি চালু করেছে ঝাড়খন্ড এবং ছত্তিশগড় সরকার। ওই দুই রাজ্যেও তাদের মুখ্যমন্ত্রীদের ছবি সম্বলিত সার্টিফিকেট আলাদা করে দেওয়া হচ্ছে। পাশাপাশি এই সকল স্বাস্থ্য কর্তাদের আরও দাবি, রাজ্যকে যেহেতু আলাদা করে টিকা জোগাড় করতে হচ্ছে সেই জায়গায় কেন আলাদা করে সার্টিফিকেট দিতে পারবে না।

প্রসঙ্গত, এর আগেই যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত সার্টিফিকেট দেওয়া শুরু হয় তখনই বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন ‘কেন সার্টিফিকেট প্রধানমন্ত্রীর ছবি থাকবে?’ সার্টিফিকেটকে প্রচারের মাধ্যম হিসাবে কাজে লাগানো হচ্ছে বলেও তাদের অভিযোগ।

Advertisements