WB Best School 2024: রাজ্যের সেরা স্কুল বেছে নিল শিক্ষা দফতর, কোন স্কুল পেল এমন মর্যাদা

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ রাজ্য শিক্ষা দফতরের তরফ থেকে প্রতিবছরই রাজ্যের সেরা স্কুল বেছে নেওয়া হয়ে থাকে। পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বিভাগের ক্ষেত্রে কোন স্কুল কতটা মানোন্নয়ন করেছে তারই পরিপ্রেক্ষিতে এমন মর্যাদা দেওয়া হয়। ঠিক সেইরকমই ২০২৪ সালের সেরা স্কুল (WB Best School 2024) বেছে নিল রাজ্য শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই সেই সেরা স্কুলের নাম প্রকাশ করা হয়েছে।

Advertisements

২০২৪ সালে যে স্কুলটি রাজ্যের সেরা স্কুল হিসেবে জায়গা করে নিল সেই স্কুল এর আগেও দুবার রাজ্যের সেরা স্কুল হিসেবে জায়গা করে নিয়েছিল। এর আগে ২০২০ সালে এবং ২০২৩ সালে তারাই রাজ্যের সেরা স্কুলের তকমা পেয়েছিল। ২০২৪ সালে পুনরায় ওই স্কুলটি রাজ্যের সেরা স্কুল হিসেবে মর্যাদা পাওয়ার পরিপ্রেক্ষিতে তিনবার তারা এমন তকমা পেল।

Advertisements

রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে ২০২৪ সালের সেরা স্কুল হিসেবে যে স্কুলটিকে বেছে নেওয়া হয়েছে সেটি হল মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। একবার নয়, তিন তিনবার এমন মর্যাদা পাওয়ার পরিপ্রেক্ষিতে ওই স্কুলের নাম এখন উজ্জ্বল হয়েছে জেলার পাশাপাশি রাজ্যের শিক্ষার খাতায়। এমন সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি ওই স্কুলের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা।

Advertisements

আরও পড়ুন : Sandip Ghosh Property: পার্থ-অর্পিতার অপা অতীত! এবার খোঁজ মিলল সন্দীপ ঘোষের বিলাস বহুল ‘সঙ্গীত-সন্দীপ ভিলা’র

পড়াশোনা ও খেলাধুলা এই দুইয়ের ভিত্তিতে এই বছর মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলটিকে সেরা স্কুল হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই বছর আবার ওই স্কুলের আরও একটি প্রাপ্তি এসেছে, আর সেটি হলো সেরা স্কুল হওয়ার পাশাপাশি স্কুলের এক সহশিক্ষক পেয়েছেন রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কার। একসঙ্গে একই বছর দু দুটি প্রাপ্তি স্কুলের মর্যাদা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বলেই দাবি করেছেন স্কুলের প্রধান শিক্ষক স্বামী তাপহারা নন্দ।

মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুলটি বছরের পর বছর ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আলাদাভাবে নজর কাড়ে। অধিকাংশ বছরই এই স্কুলের কোন না কোন পড়ুয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় জায়গা করে নেয়। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, স্কুলের এমন পড়াশোনার পরিকাঠামোর ভিত্তিতেই রাজ্য শিক্ষা দপ্তর ওই স্কুলটিকে সেরা স্কুল হিসেবে বেছে নিয়েছে। শুধু একবার নয় তিন তিনবার এমন সেরা স্কুল বেছে নেওয়া হয়েছে। স্কুলটির এমন সাফল্যের পরিপ্রেক্ষিতে স্কুলের শিক্ষক ও পড়ুয়াদের পাশাপাশি গর্বিত জেলার বাসিন্দারাও।

Advertisements