নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে কাজ করা রাজ্য সরকারি কর্মচারী ও আধা সরকারি কর্মচারীদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দাবি-দাওয়া দেখা যায়। সরকারের তরফ থেকে সেই সকল দাবি-দাওয়া পূরণের জন্য বিভিন্ন সময় নতুন নতুন বিজ্ঞপ্তি জারি করে। ঠিক সেই রকমই এবার রাজ্য সরকার এমন এক বিজ্ঞপ্তি (WB Notification) জারি করল যার পরিপ্রেক্ষিতে বহু সরকারি কর্মচারীদের চিন্তা দূর হয়ে গেল।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তরের অধীনে থাকা মেডিকেল সেলের তরফ থেকে এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ১৩ সেপ্টেম্বর। মেডিকেল সেলের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করার পরিপ্রেক্ষিতে স্পষ্ট, এমন বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হেলথ স্কিম সংক্রান্ত। রাজ্য সরকারের এই নতুন বিজ্ঞপ্তিতে যা জানানো হয়েছে তাতে এবার এই স্কিমের আওতায় রাজ্য সরকারি কর্মচারীরা আরও অনেক বেশি সুবিধা পাবেন।
বিজ্ঞপ্তিতে মূলত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে হেলথ স্কিম রয়েছে সেই হেলথ স্কিমে আরও বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার এবং চিকিৎসা কেন্দ্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে সকল চিকিৎসা কেন্দ্র বা ডায়াগনস্টিক সেন্টারকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলি হল বজবজের এমজি রোডে থাকা জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড হসপিটাল, খড়দার শঙ্কর জ্যোতি চক্ষু হাসপাতাল, সরৎ বোস রোডের পাল্স ডায়াগনস্টির প্রাইভেট লিমিটেড, দমদমে থাকা থেইসম আলট্রাসাউন্ড সেন্টার, শেওড়াফুলির নারসিসাস মেডিক্যাল সেন্টার।
আরও পড়ুন : Bangladesh Ilish: পুজোর সময় ভারতকে কী ইলিশ পাঠাবে, এবার সাফ সাফ জানিয়ে দিল বাংলাদেশ
রাজ্য সরকারের তরফ থেকে নতুন এই সকল মেডিকেল সেন্টার বা ডায়াগনস্টিক সেন্টারকে তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের চিকিৎসা সংক্রান্ত সমস্যা নিয়ে ওই সকল সেন্টারে গিয়েও চিকিৎসা করাতে পারবেন। যত বেশি সেন্টারকে এই স্কিমের আওতায় অন্তর্ভুক্ত করা হবে ততই রাজ্যকে সরকারি কর্মচারীদের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে সুবিধা বাড়বে। স্বাভাবিকভাবেই স্কিমের সুবিধা পাওয়ার পরিধি বেড়ে যাওয়ার ফলে উপকৃত হবেন রাজ্য সরকারি কর্মচারীরা।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তাদের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মেডিকেল স্কিমের আওতায় সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে বলে আগেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এছাড়াও লুসেন্টিস নামে একটি ইনজেকশন, যেটি চোখের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় সেই ইনজেকশনের পুরো দাম পাওয়া যাবে স্বাস্থ্য স্কিমের আওতায় বলে জানানো হয়েছে। আগে এর জন্য ৪৫ হাজার টাকা পর্যন্ত দিত রাজ্য সরকার এবং বাকি টাকা নিজেদের পকেট থেকে দিতে হতো। যদিও তা ৫০ হাজার টাকার উপরে হলে অনুমোদন নিতে হবে।