নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণের কারণে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল-কলেজ। তবে স্কুল-কলেজ বন্ধ থাকলেও এই মরশুমেই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পাশাপাশি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কলেজে কলেজে অনলাইনে ভর্তির প্রক্রিয়া। আর এই ভর্তি চলাকালীন যাতে পড়ুয়ারা কোন রকম সমস্যায় না পড়েন তার জন্য বৃহস্পতিবার নতুন একটি ওয়েবসাইট আনা হলো রাজ্য সরকারের তরফ থেকে। নয়া এই ওয়েবসাইটের মাধ্যমে রাজ্যের পড়ুয়ারা ভর্তি সংক্রান্ত সমস্ত ধন্ধ কাটাতে পারবেন অতি সহজেই। পোর্টাল বা ওয়েবসাইট লঞ্চ করার সময় এমনটাই দাবি করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
রাজ্য সরকারের তরফ থেকে আনা এই নতুন ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে ‘বাংলার উচ্চশিক্ষা’। আর এই ওয়েবসাইট লঞ্চ করার পাশাপাশি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, “এই কঠিন সময়ে, বাংলার সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টাল তৈরী করা হলো। এই ইন্টারঅ্যাকটিভ পোর্টালে কলেজে ভর্তি হওয়ার যাবতীয় তথ্য পাওয়া যাবে। আমি নিশ্চিত যে পড়ুয়াদের এই পোর্টাল খুবই সাহায্য করবে।” নতুন এই ওয়েবসাইটের লিঙ্ক হলো https://banglaruchchashiksha.wb.gov.in/। এই ওয়েবসাইটটিতে ভর্তিসংক্রান্ত সহযোগিতা পাওয়ার পাশাপাশি পাওয়া যাবে স্কলারশিপ সম্পর্কিত নানান তথ্য।
কিভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে পড়ুয়ারা সাহায্য পেতে পারেন?
সে ক্ষেত্রে এই ওয়েবসাইটে প্রবেশ করার পর রাজ্যের একটি ইন্টারঅ্যাকটিভ মানচিত্র খুলে যাবে। সেখানে আপনি যে জেলার কলেজে ভর্তি হতে চাইছেন সেই জেলাকে বেছে নিতে হবে। জেলা বেছে নেওয়ার ক্ষেত্রে মানচিত্রের মধ্যেই জেলার ছবিতে ক্লিক করতে হবে। আর এরপরেই দেখিয়ে দেওয়া হবে সেই জেলায় কতগুলি কলেজ, বিশ্ববিদ্যালয় রয়েছে। পাশাপাশি সেই জেলার কলেজগুলির মানচিত্রে ক্লিক করলে সেই কলেজ সম্পর্কিত সমস্ত বিবরণ পাশাপাশি সেই কলেজের অফিশিয়াল ওয়েবসাইট সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। এমনকি ওই কলেজে কি কি সুবিধা রয়েছে তাও জানা যাবে এক নিমেষে।
এই কঠিন সময়ে, বাংলার সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টাল তৈরী করা হলো। এই ইন্টারঅ্যাকটিভ পোর্টালে কলেজে ভর্তি হওয়ার যাবতীয় তথ্য পাওয়া যাবে। আমি নিশ্চিত যে পড়ুয়াদের এই পোর্টাল খুবই সাহায্য করবে।
বিশদে জানতে ক্লিক করুন:https://t.co/Mi6n1brFQx— Partha Chatterjee (@itspcofficial) August 20, 2020
এছাড়াও এই পোর্টালের মাধ্যমে জানা যাবে বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে কি কি স্কলারশিপ দেওয়া হচ্ছে। আর এই নতুন পোর্টাল সম্পর্কে রাজ্যের শিক্ষা মহলের একাংশের দাবি, এই পোর্টাল ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকটাই সুবিধা দেবে।