শনিবার খোলা থাকবে ব্যাঙ্ক, পরিষেবার সময়সূচি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা রাজ্য সরকারের

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া, পাশাপাশি রাজ্যের ব্যাঙ্ক কর্মীরা প্রতিনিয়ত করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য সরকারের তরফ থেকে জুলাই মাসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রতি সপ্তাহের শনিবার এবং রবিবার রাজ্যের প্রতিটি ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। আর শুক্রবার সেই সিদ্ধান্তের বদল ঘটালো রাজ্য সরকার।

Advertisements

Advertisements

শুক্রবার রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়, এবার থেকে শনিবার ব্যাঙ্ক খোলায় কোন রকম নিষেধাজ্ঞা থাকছে না। আগের মতই শনিবারের ছুটি বাদ দিয়ে গ্রাহকরা ব্যাঙ্কের শাখায় পরিষেবা পাবেন।

Advertisements

অর্থাৎ মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বাদ দিয়ে বাকি শনিবার ব্যাঙ্ক খোলা থাকবে। শনিবার ব্যাঙ্ক খোলার ক্ষেত্রে রাজ্য সরকার অনুমতি দেওয়ার পাশাপাশি ব্যাঙ্ক খোলা রাখার সময়েও পরিবর্তন করা হলো নিউ নরমালে। অর্থাৎ ছুটির দিন বাদে যে দিনগুলি ব্যাঙ্কের শাখা খোলা থাকবে সেই দিনগুলিতে পরিষেবা পাওয়া যাবে সকাল ১০ টা থেকে দুপুর ৪ টে পর্যন্ত।

অর্থাৎ রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আনলকের চতুর্থ পর্যায়ে গ্রাহকরা সকাল ১০ টা থেকে বিকাল ৪টে পর্যন্ত ব্যাঙ্কের শাখায় পরিষেবা উঠাতে পারবেন। পরিষেবা পাবেন মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার বাদে বাকি দিনগুলিতে।

Advertisements