WB Job News: পুলিশ থেকে দমকলে ৬৭৩ শূন্যপদ, চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল রাজ্য

Shyamali Das

Published on:

Advertisements

কলকাতা : পুজোর আগেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। রাজ্যে নতুন করে ৬৭৩ টি শূন্যপদ তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই সকল শূন্যপদের অনুমোদন দেওয়া হয়েছে এবং খুব তাড়াতাড়ি এই সকল শূন্যপদে নিয়োগ (WB Job News) করা হবে বলে জানানো হয়েছে। পুলিশ থেকে দমকল সহ বিভিন্ন বিভাগে এই সকল শূন্যপদ তৈরির অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

Advertisements

বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকেই ৬৭৩ টি শূন্যপদ তৈরি করার অনুমোদন দেওয়া হয়েছে। তবে এমন অনুমোদন এই প্রথম নয়, কেননা গত জুন মাসেও রাজ্য মন্ত্রিসভা ৫৫২টি নতুন শূন্যপদে চাকরি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। যার মধ্যে ১০৫ টি ছিল স্বরাষ্ট্র দপ্তরে, ২৭০ টি ছিল প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে। এছাড়াও ছিল স্কুল দপ্তরের নিয়োগের অনুমোদন।

Advertisements

এবার রাজ্য মন্ত্রিসভা নতুন করে যে ৬৭৩ টি শূন্যপদে নিয়োগের অনুমোদন দিয়েছে তার মধ্যে রয়েছে পুলিশ, দমকল বাহিনী। ৬৭৩টি শূন্যপদের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে ৪৯৪ জনকে নিয়োগ করা হবে। এছাড়াও দমকল বিভাগে নিয়োগ করা হবে ১২২ জনকে। বাকিদের নিয়োগ করা হবে অন্যান্য বেশ কিছু দপ্তরে। রাজ্য সরকার এই সকল শূন্যপদে নিয়োগের জন্য খুব তাড়াতাড়ি পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ।

Advertisements

আরও পড়ুন : Hilsa Fish: পাকিস্তানেও সমান জনপ্রিয় ইলিশ, তবে পাকিস্তানিরা ডাকেন অন্য নামে

এর পাশাপাশি বুধবারের মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়ে জোর দেওয়া হয়। সরকারি বিভিন্ন পরিষেবার মধ্যে যেগুলির ওপর আলাদাভাবে জোর দেওয়ার কথা জানানো হয় সেগুলি হল চাষাবাদ, পানীয় জল ইত্যাদি। এছাড়াও উন্নত মানের আলু বীজ উৎপাদন থেকে শুরু করে কৃষি বিভাগের বিভিন্ন গবেষণা শাখার প্রকল্প নিয়েও আলোচনা হয়।

চাকরি ও কর্মসংস্থান নিয়ে যখন রাজ্য সরকারের বিরুদ্ধে দিনের পর দিন বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষেরা নানান প্রশ্ন তুলছেন সেই সময়ে রাজ্য সরকারের এমন পদক্ষেপ বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisements