বাংলাএক্সপি ডেস্কঃ WBCS অফিসারদের IAS পদমর্যাদায় উত্তীর্ণ করার রীতি দীর্ঘদিন ধরেই রয়েছে। তবে এমন পদমর্যাদায় উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। সেই সকল নিয়ম মেনে চলার কারণে রাজ্য সরকার ১০ জন অফিসারকে WBCS থেকে IAS পদমর্যাদায় (WBCS to IAS) উত্তীর্ণ করল। স্বাভাবিকভাবেই ওই ১০ জন ডাবলুবিসিএস অফিসার আইএএস অফিসারের মতো পদমর্যাদায় সম্মানিত হবেন।
ডাব্লুবিসিএস অফিসার থেকে আইএএস অফিসার পদমর্যাদায় উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে প্রথম যে নিয়ম রয়েছে তা হল ডাব্লুবিসিএস অফিসারদের অন্ততপক্ষে আট বছর কর্মজীবনে থাকার পর এই সুযোগ আসে। যদিও আট বছর হলেও অধিকাংশ ক্ষেত্রেই ২০ বছর না হলে এমন সুযোগ পান না অফিসাররা। এছাড়াও আগে বয়সের ক্ষেত্রে ৫৪ বছর থাকলেও এখন ৫৬ বছরের উর্ধ্বসীমা নির্ধারণ করা হয়েছে।
এই সকল নিয়ম অর্থাৎ শর্ত পূরণ করলেও আবার ডব্লিউবিসিএস অফিসারদের আইএএস অফিসারের মতো পদমর্যাদা পেতে হলে কেন্দ্র সরকারের অনুমতি নিতে হয়। কেন্দ্র সরকারের সম্মতির পরই ডাব্লুবিসিএস অফিসারদের আইএএস অফিসারের মতো পদমর্যাদা দেওয়া হয়। সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে এমন অনুমতি দেওয়ার পরিপ্রেক্ষিতে ১০ জন ডাবলুবিসিএস অফিসারকে আইএএস পদমর্যাদায় উত্তীর্ণ করল রাজ্য সরকার।
আরও পড়ুন : India Bangladesh: ইলিশ পাঠাতে বড় বড় ডায়লগ, এদিকে ডিমের চাহিদা মেটাতে ভারতের দ্বারস্থ বাংলাদেশ
এই বিষয়ে মঙ্গলবার রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটা জানানো হয়েছে। রাজ্য সরকারের এমন বিজ্ঞপ্তির পর চলুন দেখে নেওয়া যাক কোন কোন ডাব্লিউবিসিএস অফিসাররা এবার আইএএস পদমর্যাদায় উত্তীর্ণ হলেন। যাদের নাম এই তালিকায় উঠে এসেছে তারা দীর্ঘদিন ধরে ডব্লুবিসিএস অফিসার হিসেবে কর্মজীবনের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তাদের অভিজ্ঞতাও তুখোর।
যারা আইএএস পদমর্যাদা পেলেন তারা হলেন শ্রীকৃষ্ণকান্ত সিংহ, অমিতাভ সেনগুপ্ত, জিতেন্দ্র রায়, অনিন্দ্য সেনগুপ্ত, অনিন্দ্য কুমার কর, অমিত দত্ত, সৌমজিৎ দাস, পর্ণা চন্দ, দীপঙ্কর মন্ডল, মিউটিনি বন্দ্যোপাধ্যায়। এবার এই দশ জন ডাবলুবিসিএস অফিসার আইএএস পদমর্যাদার অফিসার হিসাবে গণ্য হবেন।