নিজস্ব প্রতিবেদন : ট্রেড লাইসেন্স, বিল্ডিং প্ল্যান অথবা মিউটেশন, এই সমস্ত পরিষেবা নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির শেষ থাকে না। তবে এবার রাজ্য সরকারের তরফ থেকে এই সকল পরিষেবা যাতে নিমেষের মধ্যে সাধারণ মানুষদের হাতে তুলে দেওয়া সম্ভব হয় তার জন্য নতুন উদ্যোগ নিতে দেখা গেল। সোমবার নবান্নে ভার্চুয়াল বৈঠক করে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এই নতুন উদ্যোগের কথা জানিয়েছেন। ‘ডু ইট নাও’ এই মন্ত্রে সকলকে চলার নির্দেশ দিয়েছেন।
অমিত মিত্র জানিয়েছেন, সাধারণ মানুষদের নিমেষের মধ্যে এই সকল পরিষেবা দেওয়ার জন্য চালু করা হচ্ছে একটি নতুন পোর্টাল। যেখানে বাড়িতে বসেই আবেদন করা যাবে। এই পোর্টালে থাকবে ই-গৃহনকশা, ই-মিউটেশন এবং ই-ট্রেড লাইসেন্স নামের তিনটি অপশন। যেখানে আবেদনকারীরা নিজেদের চাহিদা মতো আবেদন করতে পারবেন। আবেদন করার ১৫ দিনের মধ্যেই সেই সংক্রান্ত পরিষেবা পাওয়া যাবে। আর এই নির্ধারিত দিনের মধ্যে যদি পরিষেবা না পাওয়া যায় তাহলে অভিযোগও জানানো যাবে।
‘ডু ইট নাও’, এই মন্ত্র দিয়ে সরকারি কর্মচারীদের দ্রুত কাজ করিয়ে নেওয়া এবং সাধারণ মানুষকে দ্রুত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে প্রথম উদ্যোগ নিতে দেখা গিয়েছিল বাম আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। যদিও সে ক্ষেত্রে তিনি ততটা সফলতা অর্জন করতে পারেননি। তবে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এই ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়। এমনকি ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে অনলাইন পরিষেবা আনা হয়েছে।
প্রসঙ্গত, ট্রেড লাইসেন্স দেওয়া সংক্রান্ত কাজকর্ম ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়ে গিয়েছে রাজ্যের বেশকিছু পৌরসভায়। পাশাপাশি জমি সংক্রান্ত বিভিন্ন কাজ কর্মের জন্য অনলাইনে আবেদন হচ্ছে ইতিমধ্যেই। তবে এই সকল পরিষেবা আগামী দিনে এক ছাদের তলায় এনে আরও উন্নততর পরিষেবা প্রদানের লক্ষ্য রয়েছে রাজ্য সরকারের বলেই মনে করা হচ্ছে।