Government Fish Outlet: সস্তায় মিলবে ইলিশ, সস্তায় মিলবে চিংড়ি, আউটলেট খুলছে রাজ্য সরকার

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ দিন দিন সমস্ত রকম জিনিসপত্রের দাম এখন বেড়ে চলেছে। শাকসবজি থেকে শুরু করে কোন কিছুই বাদ নেই। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সস্তায় রাজ্যের বাসিন্দাদের হাতে শাকসবজি তুলে দেওয়ার জন্য জেলায় জেলায় খুলেছে সুফল বাংলা স্টল। তবে শুধু শাকসবজি সস্তায় দিলে তো আর হবে না, সস্তায় মাছও দিতে হবে। এরই পরিপ্রেক্ষিতে এবার আউটলেট খুলছে রাজ্য সরকার (Government Fish Outlet)।

Advertisements

মাছ কেনা নিয়ে গৃহস্থের কপালের ভাঁজ কমাতে এবার সুফল বাংলার ধাঁচে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার খুলতে চলেছে সুফল বাংলা মৎস্য (Sufal Bangla Matsya)। যে সকল আউটলেটে ইলিশ থেকে শুরু করে পাবদা, চিংড়ি সহ বিভিন্ন ধরনের দামি মাছ পাওয়া যাবে সস্তায়। দুর্গাপুজোর আগেই এই সকল আউটলেট খুলে যাবে বলে জানিয়েছেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী।

Advertisements

শাকসবজি সস্তায় দেওয়ার জন্য যেমন রাজ্যের বিভিন্ন জায়গায় সুফল বাংলা স্টল খোলা হয়েছে ঠিক সেই রকমই আবার সস্তায় মাংসের জন্য খোলা হয়েছে হরিণঘাটা, ডেয়ারি পণ্যের জন্য বাংলার ডেয়ারি। ঠিক সেই রকমই ন্যায্য মূল্যে যাতে সবাই মাছ কিনতে পারেন তার জন্য খোলা হচ্ছে সুফল বাংলা মৎস্য কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নাম দিয়েছেন।

Advertisements

আরও পড়ুন : Discount on Electric Scooters: বৈদ্যুতিক স্কুটারে ১০ হাজার টাকা ছাড় দেবে কেন্দ্রীয় সরকার, কিভাবে পেতে পারেন

রাজ্য সরকারের তরফ থেকে প্রাথমিকভাবে রাজ্যে ৩৪ টি এই ধরনের মাছ বিক্রি কেন্দ্র খোলা হবে। এই ৩৪ টির মধ্যে ২০টি একেবারে নতুন আউটলেট খোলা হবে আর বাকি ১৪টি খোলা হবে যে সকল জায়গায় সুফল বাংলা স্টল রয়েছে সেখানেই। মূলত সুফল বাংলা স্টলের একাংশে ন্যায্য মূল্যে মাছ বিক্রির বন্দোবস্ত করা হবে।

ন্যায্য মূল্যে মাছ বিক্রির জন্য যে সকল স্টল খোলার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই সকল স্টলে কেবলমাত্র সস্তায় মাছ বিক্রি হবে এমন নয়, এর পাশাপাশি মাছ কেনার আগে মাছের গুণগত মান যাচাই করার বন্দোবস্ত থাকবে। তবে এই সকল স্টলে অন্যান্য বাজারে তুলনায় কতটা সস্তায় মাছ পাওয়া যাবে তা এখনো জানা যায়নি। স্টলগুলি চালু হলে পুরো বিষয়টি পরিষ্কার হবে। তবে যেহেতু বাজারের তুলনায় অনেকটা সস্তায় সুফল বাংলা স্টলে শাক সবজি পাওয়া যায়, তাই অনুমান করা হচ্ছে সুফল বাংলা মৎস্য স্টলগুলিতেও বাজারে তুলনায় সস্তাতেই মাছ পাওয়া যাবে।

Advertisements