বেতন বাড়লো সিভিক ভলান্টিয়ার ও আশাকর্মীদের, হকাররা পাবেন অনুদান

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিবছরের মতো এবছরও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোর আগে পুজো কমিটির সদস্যদের সাথে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমন্বয় বৈঠক করলেন। আর এই বৈঠকে রাজ্যের পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান এবং অন্যান্য ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়ার ঘোষণার পাশাপাশি ঘোষণা করলেন সিভিক ভলেন্টিয়ারদের ও আশা কর্মীদের বেতন বৃদ্ধির কথা। এর পাশাপাশি হকারদের আর্থিক অনুদানের কথাও ঘোষণা করেন তিনি।

Advertisements

Advertisements

সিভিক ভলেন্টিয়ার ও আশা কর্মীদের কত টাকা বেতন বাড়ছে?

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবিষয়ে ঘোষণা করার আগেই জানান, “বর্তমান করোনা পরিস্থিতিতে রাজ্যের আশা কর্মীরা এক একটা যোদ্ধাদের মত কাজ করেছেন। মানুষের সেবা করতে গিয়ে তারাও আক্রান্ত হয়ে পড়েছেন। তাই তাদের আর্থিক দিকটি দেখার চেষ্টা করছি আমরা। অন্যদিকে পুলিশ প্রশাসনের সাথে সমানভাবে লড়াই করেছেন সিভিক ভলেন্টিয়াররা।” আর এর সাথে সাথেই তিনি সিভিক ভলেন্টিয়ার এবং আশা কর্মীদের মাসে ১,০০০ টাকা করে বেতন বৃদ্ধি করা হবে বলে জানান।

হকারদের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণা

বর্তমান করোনাকালে চরমভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন রাজ্যের হকাররা। যে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, “বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে এবছর পুজোর আগে রাজ্যের ৮১,০০০ হকারকে ২,০০০ টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার।”

আর এসবের পাশাপাশি পুজোর আগেই অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, “অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রচুর কাজ করেন। কিন্তু এযাবত অবসরকালীন তারা কোন রকম সুযোগ সুবিধা পেতেন না। এবার থেকে অঙ্গনওয়াড়ি কর্মীরা অবসরের সময় ৩ লক্ষ টাকা করে পাবেন।”

Advertisements