নিজস্ব প্রতিবেদন : চাকুরীজীবীদের পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ফ্যামিলি পেনশন বা পারিবারিক পেনশন (Family Pension)। কেননা এর মাধ্যমে একটি সংসার টিকে থাকে। এই ফ্যামিলি পেনশন যদি সঠিক সময়ে না পাওয়া যায় তাহলে একটি পুরো সংসার বন্যার জলের মতো ভেসে যেতে পারে। যে কারণে এবার ফ্যামিলি পেনশন নিয়ে জারি হল নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (Family Pension New SOP)।
কোন চাকুরীজীবীর মৃত্যুর পর তার স্ত্রী অথবা স্বামী বা সন্তানদের কেউ একজন ফ্যামিলি পেনশনের জন্য দাবি করে থাকেন। এক্ষেত্রে যদি মৃত চাকরিজীবীর কন্যা সন্তান ফ্যামিলি পেনশনের জন্য দাবি করেন তাহলে তাকে অবিবাহিত হতে হয়। এই সকল নিয়ম অনেকের জানা থাকলেও ফ্যামিলি পেনশন পাওয়ার জন্য ঠিক কি কি নথি প্রয়োজন হয় তা নিয়ে নানান জট ছিল।
কি কি নথি প্রয়োজন হয় সেই সংক্রান্ত জট থাকার পাশাপাশি সরকারি নিয়ম নীতির কারণে তা ছিল সময়সাপেক্ষ। এছাড়াও নথিপত্র নিয়ে কোথায় আবেদন করতে হবে এই সকল নানান বিষয় নিয়ে বছর ঘুরে যেত। এবার এই সকল ঝামেলা যাতে না হয় তার জন্য সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, আবেদনকারীদের কোন কোন নথি নিয়ে কোথায় আবেদন করতে হবে।
আরও পড়ুন ? DA and DR Hiked: সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের বড় সুখবর দিল কেন্দ্র, বাড়ানো হলো ডিএ ও ডিআর
নির্দেশিকায় বলা হয়েছে, আবেদন করার সময় মৃত সরকারি কর্মচারীর স্বামী বা স্ত্রীকে জমা দিতে হবে বিয়ের শংসাপত্রের প্রতিলিপি অথবা সেই সংক্রান্ত কোন নথি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের প্রতিলিপি। এর পাশাপাশি জমা দিতে হবে আবেদনকারীর পাসপোর্ট ছবি, সরকারি কর্মচারীর ডেথ সার্টিফিকেট, পেনশন বুক বা পিপিও-র কপি, আবেদন করা ব্যক্তিই যথাযথ প্রাপক কিনা তার প্রমাণপত্র। এই সকল নথি জমা দিতে হবে সেই দপ্তরে যে দপ্তরে মৃত সরকারি কর্মচারী কর্মরত ছিলেন।
অন্যদিকে বলা হয়েছে, কোন মৃত সরকারি কর্মচারীর যদি অবিবাহিত কন্যা পেনশন দাবি করে থাকেন তাহলে তাকে ঐ সকল নথিপত্র জমা দেওয়ার পাশাপাশি মুচলেকা দিতে হবে, যেখানে উল্লেখ থাকবে ওই পেনশনের জন্য তার পরিবারের অন্য কেউ দাবি করবেন না। এর পাশাপাশি দপ্তরগুলিকে নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে, কোন পেনশন প্রাপকের মৃত্যু হলে অর্থাৎ পেনশন চালু থাকলে সরকারি নিয়ম নীতি মেনে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সব মিটিয়ে ফেলতে হবে। আশা করা হচ্ছে এই সকল নির্দেশিকার ফলে এখন অনেক সহজ হবে পারিবারিক পেনশন পাওয়া।