ক্যাম স্ক্যানারের বিকল্প পশ্চিমবঙ্গ সরকারের সেল্ফ স্ক্যান অ্যাপের ডাউনলোড লিঙ্ক

নিজস্ব প্রতিবেদন : পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্তে ভারত-চীন সংঘাতে ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হওয়ার পর দেশজুড়ে চীনা পণ্য বর্জনের ডাক ওঠে। আর এই চীনা পণ্য বর্জনের আন্দোলনের মাঝেই জুন মাসের ২৯ তারিখ কেন্দ্র সরকারের তরফ থেকে ৫৯টি চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ হওয়া এই অ্যাপগুলি ভারতে জনপ্রিয়তার শিখরে ছিল। অ্যাপগুলির মধ্যে যেমন বিনোদনের জন্য ছিল টিকটক ঠিক তেমনি জরুরী কাজে কাগজপত্র স্ক্যান করার জন্য ছিল ক্যাম স্ক্যানার। আর এই অ্যাপগুলি নিষিদ্ধ হওয়ার পর থেকেই ভারতীয়রা বিকল্প অ্যাপের সন্ধান চালাচ্ছেন প্রতিনিয়ত।

দেশের কোটি কোটি মানুষ যেমন বিকল্প অ্যাপের সন্ধানে রয়েছেন ঠিক তেমনি দেশীয় ডেভলপাররা ভারতীয়দের হাতে বিকল্পটুকু তুলে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন রাতদিন। ইতিমধ্যেই বেশ কয়েকটি বিকল্পের সন্ধান মিলেছে। বিকল্প হিসাবে বাজারে এসেছে সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘Elyments’, Zee5 খুব দ্রুত আনতে চলেছে টিকটকের বিকল্প ‘HiPi’। তবে এরই মাঝে গতকাল অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাম স্ক্যানারের বিকল্প অ্যাপের কথা ঘোষণা করে গোটা দেশকে চমকে দেন। তিনি সোমবার নবান্নে দাঁড়িয়ে তিনি ক্যাম স্ক্যানারের বিকল্প হিসেবে ‘সেল্ফ স্ক্যান’ অ্যাপ চালু করার কথা বললেন। আর এই খবর ছড়িয়ে পড়তেই সকলে এই অ্যাপটি ডাউনলোড করার জন্য তৎপরতা শুরু করে।

কিন্তু এই অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর অথবা অন্য কোন প্লাটফর্মে পাওয়া যাচ্ছে না বলে একের পর এক অভিযোগ করতে শুরু করেন দেশের নাগরিকরা। আসলে অ্যাপটি বর্তমানে হয় আরও ডেভেলপমেন্টের জায়গায় রয়েছে অথবা এখনো পর্যন্ত গুগল প্লে স্টোরে আপলোড করা হয়নি। যে কারণেই এই অ্যাপটিকে আপাতত ওই সকল জায়গায় পাওয়া যাচ্ছে না। তবে যদি কেউ ইচ্ছা করেন এই অ্যাপটিকে এক্ষুনি ডাউনলোড করার তাহলে তারা https://selfscan.nltr.org ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। অথবা সরাসরি https://selfscan.nltr.org/download.php লিঙ্কে ক্লিক করলেও ডাউনলোড করা সম্ভব হবে। পাশাপাশি যেটুকু শোনা যাচ্ছে তাতে এই অ্যাপটি খুব দ্রুত গুগল প্লে স্টোরের সমস্ত শর্ত মেনে প্লে স্টোরে উপলব্ধ হতে চলেছে।

ক্যাম স্ক্যানারের সাথে পশ্চিমবঙ্গ সরকারের সেল্ফ স্ক্যান অ্যাপের পার্থক্য

ক্যাম স্ক্যানার অ্যাপের তুলনায় পশ্চিমবঙ্গ সরকারের সেল্ফ স্ক্যান অ্যাপ অনেক উন্নত, সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন, “এই অ্যাপটি অন্যান্য অ্যাপ এর মত বিজ্ঞাপন দেখাবে না। অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে। এখানে ব্যক্তিগত তথ্যগুলি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। আপনার কোন তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা নেই। এতে কোন ডকুমেন্ট স্ক্যান করার পর সেটি ইডিট করা যাবে। আমাদের বাংলার আইটি ডিপার্টমেন্ট তৈরি করেছে। আমি তাদের অভিনন্দন জানাই।”