নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ কর্মজীবন শেষেও সরকারি কর্মচারীদের শান্তি থাকে না বললেই চলে। অবসরের পর পেনশন কবে মিলবে, পেনশনের সমস্ত ফর্ম কিভাবে দ্রুত ফিলাপ করে জমা দেওয়া হবে এই সকল দুশ্চিন্তায় ঘুরে অবসরপ্রাপ্তদের মাথায়। চাকরি থেকে অবসর নেওয়ার পর পেনশন পাওয়ার আবেদনের ক্ষেত্রে এরকম একাধিক জটিলতা রয়েছে। আর এই জটিলতাকে সহজ ও সরল করতে নয়া সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে।
রাজ্য সরকারের এই নতুন সিদ্ধান্তের পর এখন থেকে আর অবসর গ্রহণের পর পেনশন পেতে একাধিক ফর্ম ফিলাপ করতে হবে না রাজ্য সরকারি কর্মচারীদের। দ্রুত এবং সহজভাবে পেনশন পেতে ফিলাপ করতে হবে মাত্র একটি ফর্ম। যেটিকে বলা হচ্ছে ‘সিঙ্গেল কম্প্রিহেনসিভ ফর্ম’।
এই নতুন ব্যবস্থা চালু হওয়ার আগে একাধিক ফর্ম ফিলাপ করার পাশাপাশি কোন ফর্মের ক্ষেত্রে সামান্য একটু ভুল হলেই চালু হতো না পেনশন ব্যবস্থা। পাশাপাশি একাধিক ফর্ম ফিলাপ করার ক্ষেত্রে প্রয়োজন হতো একাধিক নথিপত্র। যাও কিনা ছিল বেশ সময় সাপেক্ষ। আর এই সব ঝামেলা থেকে মুক্তি দিতে রাজ্য সরকারের এই পদক্ষেপ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট স্বস্তি বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
তবে পেনশন ব্যবস্থার ক্ষেত্রে সরলীকরণের পদক্ষেপ এই প্রথম নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর আসনে ২০১১ সালে বসার পর থেকেই পেনশন সংক্রান্ত বিষয়কে সরলীকরণের জন্য একাধিক পদক্ষেপ নেন। চালু করা হয় অ্যাপ নির্ভর ব্যবস্থা। আর এরপর এবার চালু করা হলো ‘সিঙ্গেল কম্প্রিহেনসিভ ফর্ম’।