নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার মধ্য রাত থেকে বন্ধ রাখা হয়েছে শিয়ালদা রেল স্টেশনের (Sealdah Station) ১ থেকে ৫ নম্বর প্লাটফর্ম। বন্ধ রাখা হয়েছে মূলত নন-ইন্টারলকিংয়ের কাজ চলার জন্য। মূলত শিয়ালদা ডিভিশনের সমস্ত রুটে ১২ কামরার লোকাল ট্রেন চালানোর জন্য যে প্ল্যাটফর্ম সম্প্রসারণ প্রয়োজন সেই কাজের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ থেকে ৫ নম্বর প্লাটফর্মের সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর ১২ কামরা লোকাল ট্রেন চালু হলেই যাত্রীরা অনেক সুবিধা পাবেন। তবে কাজ চলাকালীন আগামী রবিবার দুপুর দুটো পর্যন্ত ১ থেকে ৫ নম্বর প্লাটফর্ম বন্ধ থাকায় অনেক লোকাল ট্রেন বাতিল হয়েছে, অনেক ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে, অনেক ট্রেন আবার শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে যাতায়াত করছে।
এমন পরিস্থিতিতে লোকাল ট্রেনের যাত্রীরা যখন সমস্যায় পড়েছেন, সেই আবহে চিন্তা দূর করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করল রাজ্য সরকারের পরিবহন দপ্তর। পরিবহন দপ্তরের তরফ থেকে শহর ও শহরতলীর জন্য বিশেষ বাস (Special Bus) চালানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে যে সকল বিশেষ গাছের আয়োজন করা হয়েছে সেগুলির ভাড়াও রাখা হয়েছে ন্যূনতম। ভাড়া নেওয়া হচ্ছে মাত্র ১০ টাকা।
লোকাল ট্রেনের যাত্রীদের যাতে দুর্ভোগ না হয় তার জন্য ব্যারাকপুর থেকে ডানলপ রুটে বিশেষ বাস চালানোর বন্দোবস্ত করা হয়েছে। ব্যারাকপুর থেকে ডাউনলোড যে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে সেগুলি টিটাগড়, সোদপুর, খড়দা, পানিহাটি, কামারহাটি, রথতলা হয়ে ডানলপ পৌঁছাবে। এই বাস পরিষেবা চালু করা হয়েছে সকাল ৬টা থেকে।
এর পাশাপাশি দমদম ক্যান্টনমেন্ট স্টেশন লাগোয়া দমদম জেল থেকে বেলগাছিয়া মেট্রো স্টেশন পর্যন্ত বিশেষ সরকারি বাস চালানো হচ্ছে। এই বাসটি নাগেরবাজার, লেকটাউন, পাতিপুকুর হয়ে যাতায়াত করবে। এই বাসের ভাড়াও ১০ টাকা ধার্য করা হয়েছে। মূলত শিয়ালদা মেন শাখায় যাতায়াতকারী লোকাল ট্রেনগুলি এখন শিয়ালদার পরিবর্তে দমদম জংশন থেকে ছাড়ছে। যার ফলে ডানকুনি, নৈহাটি, গেদে রুটের যাত্রীদের দমদম জংশনে এসে ট্রেন ধরতে হচ্ছে। অন্যদিকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়ছে হাসনাবাদ সহ ঐ সকল এলাকার ট্রেনগুলি।