এবার বাতানুকূল ডবল ইঞ্জিন হেলিকপ্টর নিতে চলেছে রাজ্য সরকার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এর আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রাইভেট প্ল্যান ভাড়া নেওয়ার বিষয়ে উদ্যোগী হয়েছিল। এবার তারা বাতানুকূল ডবল ইঞ্জিন হেলিকপ্টার ভাড়া নেওয়ার বিষয়ে আগ্রহী হলো। এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে বিজ্ঞপ্তিতে এই হেলিকপ্টার ভাড়া নেওয়ার জন্য বেশকিছু শর্ত দেওয়া হয়েছে।

Advertisements

ভিআইপিদের পরিষেবা প্রদান করতে পারবে এমন হতে হবে এই হেলিকপ্টার। প্রতিমাসে ৪৫ ঘন্টা উড়বে এমন হেলিকপ্টার চেয়ে রাজ্যের পরিবহন দপ্তর এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে ওয়েট লিজ-এ এই হেলিকপ্টার নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সংস্থা পশ্চিমবঙ্গ সরকারকে এই হেলিকপ্টার ভাড়া দেবে তাদেরই দায়িত্ব নিতে হবে চালক এবং রক্ষণাবেক্ষণের।

Advertisements

এছাড়াও রাজ্য সরকার যে ধরনের হেলিকপ্টার চাইছে তাতে বলা হয়েছে, ক্র ছাড়াও যেন এই হেলিকপ্টারে ৬ জন বসতে পারেন। বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী সংস্থাগুলিকে আগামী ৫ জানুয়ারির মধ্যে দরপত্র দেওয়ার কথা বলা হয়েছে। তবে এর পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে এটাও বলা হয়েছে, যে হেলিকপ্টার দেওয়া হবে তা যেন ৮ বছরের বেশি পুরাতন না হয়।

Advertisements

এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেষ তিন বছরে যে সকল সংস্থা ২৫ কোটি টাকার বেশি ব্যবসা করেছে তাদেরই এই টেন্ডারে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি যে সমস্ত এই টেন্ডারে অংশগ্রহণ করবে তাদের আলাদা করেই হেলিকপ্টার থাকতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকাশে ওড়ার ক্ষেত্রে যে সমস্ত নিয়ম মেনে চলতে হয় সমস্ত নিয়ম মেনে চলতে হবে হেলিকপ্টার প্রদানকারী সংস্থাকে। এক্ষেত্রে কোন নিয়ম লঙ্ঘন হলে রাজ্য সরকার দায়ী হবে না। অন্যদিকে পরপর তিন দিন যদি হেলিকপ্টার বিকল হলে বিনা খরচে রাজ্য সরকারকে অন্য হেলিকপ্টার ব্যবহার করতে দিতে হবে সংস্থাকে। রক্ষণাবেক্ষণের জন্য সংস্থাকে মাসে দুদিন ছাড় দেওয়া হবে।

Advertisements