নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর যখন স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, সেই সময় উচ্চ স্তরের পড়ুয়াদের পড়াশুনোর জন্য রাজ্য সরকার (WB Govt) স্মার্টফোন অথবা ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করে। দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এই টাকা দেওয়ার ঘোষণা হয় তরুণের স্বপ্ন প্রকল্পের (Taruner Swapno) আওতায়।
রাজ্য সরকারের তরফ থেকে ২০২০ সালে এমন প্রকল্প চালু করার পর সেই প্রকল্প এখনো চালানো হচ্ছে। প্রত্যেক বছর একবার করে স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে যাওয়া হয় দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের। এই বছর আবার একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও এই প্রকল্পের আওতায় টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। তবে কবে এই টাকা দেওয়া হবে তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই পড়ুয়াদের মধ্যে নানান প্রশ্ন ঘোরাফেরা করছে। সেই সকল প্রশ্নের অবসান এবার ঘটল। এবার সরকারের তরফ থেকে টাকা দেওয়ার টাকা দিন জানিয়ে দেওয়া হল।
কবে দেওয়া হবে ১০ হাজার টাকা: রাজ্য সরকারের তরফ থেকে পড়ুয়াদের স্মার্টফোন অথবা ট্যাব কেনার ১০০০০ টাকা দেওয়ার জন্য যে দিনটি বেছে নেওয়া হয়েছে তা হল ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন। শিক্ষক দিবসের দিন শিক্ষকদের সম্মান প্রদর্শনের পাশাপাশি ওই দিনই পড়ুয়াদের মুখে হাসি ফুটবে তা নিয়ে কোন সন্দেহ নেই। কেননা ঐ দিনই অ্যাকাউন্টে ১০ হাজার টাকা ঢোকার মেসেজ ঢুকবে পড়ুয়াদের ফোনে।
আরও পড়ুন : Urfi Javed: উদ্ভট পোশাকের জন্য বহুল চর্চিত উরফি জাভেদের উপার্জন কত জানেন
কত পড়ুয়াকে দেওয়া হবে টাকা: সূত্র মারফত জানা যাচ্ছে, ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন কলকাতায় একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐদিন তিনি প্রতীকী হিসাবে কয়েকজন পড়ুয়ার হাতে ১০০০০ টাকা করে তুলে দেবেন। আর বাকিদের অ্যাকাউন্টে নিজে থেকেই টাকা ঢুকে যাবে। এবার অন্ততপক্ষে ১৬ লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে ১০০০০ টাকা করে ঢুকবে।
কত টাকা খরচ হবে রাজ্য সরকারের? রাজ্যের ১৬ লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে ১০০০০ টাকা করে দেওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কত টাকা খরচ হবে তা আন্দাজ করা যেতেই পারে। এই প্রকল্পের আওতায় চলতি শিক্ষাবর্ষে পড়ুয়াদের টাকা দেওয়ার জন্য রাজ্য সরকারের খরচ হবে অন্ততপক্ষে ১৬০০০০০০০০০ টাকা অর্থাৎ ১৬০০ কোটি টাকা। পড়ুয়াদের পিছনে রাজ্য সরকার কেবলমাত্র স্মার্টফোনের পিছনে এই বিপুল অংকের টাকা খরচ করতে চলেছে এই বছর।