নিজস্ব প্রতিবেদন : রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই তাদের প্রত্যাশিত DA-র জন্য আন্দোলন চালাচ্ছেন। রাজ্য সরকারি কর্মচারীদের সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি রাজ্য সরকার ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করার ঘোষণা করেছে। তবে রাজ্য সরকারি কর্মচারীরা স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এমন ঘোষণায় খুশি নয়। অন্যদিকে এমন পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশকে খুশি করতে সরকারের তরফ থেকে নতুন একটি বাড়তি ছুটির (WB Govt Extra Holiday) ঘোষণা করা হলো।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সম্প্রতি নতুন যে ছুটির ঘোষণা করা হয়েছে তা সেকশনাল হলিডের আওতায় পড়বে। সরকারের এই ঘোষণা অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা এই বাড়তি ছুটি পাবেন না। সেকশনাল হলিডে হিসাবে এই ছুটি পাবেন কেবলমাত্র নির্দিষ্ট কয়েকজন সরকারি কর্মচারী। ওই নির্দিষ্ট কয়েকজন সরকারি কর্মচারী ছাড়া বাকিদের ওই দিন অফিসে যেতে হবে এবং কাজ করতে হবে।
নতুন এই ছুটির বিষয়ে সম্প্রতি রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকাশ পূরব উপলক্ষে সরকারি কর্মচারীদের একাংশ নির্দিষ্ট দিনে একটি ছুটি পাবেন। রাজ্য সরকারের যে সকল শিখ সম্প্রদায়ের কর্মীরা রয়েছেন তারা এই ছুটি পাবেন। শিখ সম্প্রদায়ের যে সকল রাজ্য সরকারি কর্মচারীরা স্কুল, কলেজ, অফিস, কাছারি, পঞ্চায়েত ইত্যাদিতে কাজকর্ম করেন তারা প্রকাশ পূরবের দিন ছুটি পাবেন।
আরও পড়ুন ? DA Hike: ফের বাড়বে DA, বাড়বে HRA! নতুন বছরের শুরুতেই ব্যাপক বেতন বৃদ্ধির জল্পনা সরকারি কর্মচারীদের
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে প্রকাশ করা এই বিজ্ঞপ্তি নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন এবং লিখেছেন, “খুবই আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এবার থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিখ সম্প্রদায়ের সরকারি কর্মচারীরা শ্রী গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পূরবে ছুটি পাবেন। ওই দিনটিতে সেকশনাল ছুটি দেওয়া হবে তাদের।”
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন ছুটির এই ঘোষণা রাজ্যের শিখ সম্প্রদায়ের রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাবে তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে যারা DA-র জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন তারা কিন্তু মোটেই এসবে খুশি নয়। তাদের একটাই দাবি, DA বানানো হোক। কেন্দ্রীয় সরকারের এবং দেশের অন্যান্য একাধিক রাজ্যের হারে তাদেরও প্রাপ্য DA দেওয়া হোক।