নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন খুশির খবর দেওয়া হল রাজ্যের সরকারি কর্মচারীদের। এবার খুশির খবর কোন বেতন বৃদ্ধি, ভাতা বৃদ্ধি অথবা ডিএ বৃদ্ধিতে নয়, এবার খুশির খবর দেওয়া হয়েছে মূলত নতুন একটি ছুটি ছুটির ক্যালেন্ডারে (Another Holiday of WB Govt) যুক্ত করার পরিপ্রেক্ষিতে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য নতুন এই ছুটির দিনটি শনিবার ঘোষণা করেছে। নতুন যে ছুটির দিনটি ঘোষণা করা হয়েছে তা রাজ্যের অধিকাংশ বাসিন্দাদের কাছেই অবিশ্বাস্য হয়ে দাঁড়াচ্ছে। কেননা বিরোধী দলনেতা থেকে শুরু করে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা বারবার ওই বিশেষ দিনটিতে পশ্চিমবঙ্গে ছুটি ছিল না বলে খোটা দিত সরকারকে।
এতক্ষণে আশা করি বুঝতে পেরে গিয়েছেন কোন দিনের ছুটির কথা বলা হচ্ছে। হ্যাঁ, আমরা রামনবমীর ছুটির কথা বলছি। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোনদিন রামনবমীতে সরকারি ছুটি দেয় নি। কিন্তু এবার লোকসভা ভোটের আগে আচমকা রামনবমীতে ছুটির ঘোষণা করে দিল। শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন ঘোষনায় রীতিমত অবাক হয়েছেন রাজ্যের বাসিন্দারা। অন্যদিকে মমতা সরকারের রামনবমীতে ছুটির ঘোষণা করার ফলে রাজ্য সরকারকে আক্রমণের ক্ষেত্রে বিজেপির একটি হাতিয়ার চলে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন ? March Holidays: থাকছে টানা ৩ দিন ছুটি, মার্চে কোন কোন দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস-কাছারি
রামনবমীতে ছুটির বিষয়ে শনিবার নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলতি বছর রামনবমী পড়েছে ১৭ এপ্রিল বুধবার। নবান্নের ঘোষণা অনুযায়ী, ঐদিন জরুরি পরিষেবা ছাড়া সরকারি সমস্ত অফিস, কাছারি, স্কুল, কলেজ বন্ধ থাকবে। তবে জরুরী পরিষেবার ক্ষেত্রে যেমন হাসপাতাল, দমকল বাহিনী ইত্যাদির ক্ষেত্রে স্বাভাবিকভাবেই এই ছুটি পাওয়া যাবে না।
১৭ এপ্রিল বুধবারের আগে সোমবার ১৫ এপ্রিল পড়েছে পয়লা বৈশাখ। সেই দিন আবার সরকারি কর্মচারীদের জন্য বরাবর ছুটি রয়েছে। এক্ষেত্রে মাঝে একটি দিন ম্যানেজ করতে পারলেই টানা ৫ দিন ছুটি পেয়ে যাবেন সরকারি কর্মচারীরা। কেননা ঐ সপ্তাহের ১৩ এপ্রিল শনিবার থেকে ১৭ এপ্রিল বুধবার পর্যন্ত ছুটির সুযোগ রয়েছে। শুধু কোন ভাবে ম্যানেজ করতে হবে ১৬ এপ্রিল মঙ্গলবার দিনটিকে।