জুনে নয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, কবে হতে পারে পরীক্ষা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান করোনা পরিস্থিতির কারণে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী জুন মাসে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে না। শনিবার এমনটাই ঘোষণা করলেন মুখ্য সচিব। নির্ধারিত সূচি অনুযায়ী এই দুটি পরীক্ষা না হওয়ায় কবে এই পরীক্ষা হবে তৈরি হয়েছে জল্পনা।

Advertisements

Advertisements

করোনা প্রকোপের কারণে গত বছর থেকেই শিক্ষা ব্যবস্থায় কোপ শুরু করেছে। গতবছর কোনক্রমে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হলেও উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়নি। তিনটি পরীক্ষা শেষ হওয়ার আগেই পরীক্ষা বাতিল করতে হয় রাজ্য সরকারকে। যার পর হয়ে যাওয়া পরীক্ষার নম্বরের ভিত্তিতে বাকি পরীক্ষার নম্বর দেওয়া হয় পরীক্ষার্থীদের। আর এবার করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হওয়াই আপাতত বাতিল করা হলো পরীক্ষা।

Advertisements

তবে কবে পরীক্ষা হতে পারে তা নিয়ে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা বেশ কিছু পরিসেবা বাতিল করায় আপাতত নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। তবে এই দুটি পরীক্ষা কবে নেওয়া হবে তা নিয়ে শিক্ষা সংসদ আলোচনা করে আগামী দিনে নতুন করে সূচি ঘোষণা করবে।

[aaroporuntag]
প্রসঙ্গত, রাজ্যে ভয়ঙ্করভাবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই পরীক্ষার্থীদের অভিভাবকরা চিন্তায় ছিলেন কিভাবে এই দুটি বড় পরীক্ষায় সামিল হবেন পড়ুয়ারা। অবশেষে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কিছুটা হলেও স্বস্তি ফিরল সেই সকল অভিভাবকদের। অন্যদিকে সংক্রমণের কথা মাথায় রেখে এর আগেই একাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করেছে রাজ্য সরকার।

Advertisements