Civic Volunteer: সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর, এবার ৩৩০০ টাকা বাড়তি দেওয়ার ঘোষণা করল রাজ্য

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : তৃণমূল সরকারের আসার পর রাজ্যের বাসিন্দাদের জন্য যেমন বিভিন্ন প্রকল্প চালু করেছে, ঠিক সেই রকমই চাকরির ক্ষেত্রে বিভিন্ন পদ তৈরি করা হয়েছে। এইসব পদ তৈরি করার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের একদিকে যেমন পদোন্নতির সুযোগ বাড়ছে, ঠিক সেই রকমই আবার অনেকেই রয়েছেন যারা চাকরির সুযোগ পাচ্ছেন। সেরকমই হলো সিভিক ভলেন্টিয়ার পদ (Civic Volunteer)।

Advertisements

সিভিক ভলেন্টিয়ার পদ তৈরি হওয়ার পর এখন রাজ্যের হাজার হাজার যুবক যুবতীরা এই পদে নিযুক্ত হয়ে রোজগারের পথ দেখেছেন। ঠিক সেই রকমই এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিভিক ভলেন্টিয়াররা একটি সুখবর পেলেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বৃহস্পতিবার এই সুখবর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে বৃহস্পতিবার এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। সেই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে এবার জেলার সিভিক ভলেন্টিয়াররা ৩৩০০ টাকা বাড়তি পাবেন।

Advertisements

জেলার সিভিক ভলেন্টিয়াররা যে ৩৩০০ টাকা বাড়তি পাবেন সেই টাকা দেওয়া হবে অ্যাডহক বোনাসের পরিপ্রেক্ষিতে। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়াররা এতদিন এই অ্যাডহক বোনাস হিসাবে বছরে ২০০০ টাকা পেতেন। অন্যদিকে কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়াররা একই ক্ষেত্রে বার্ষিক ৫৩০০ টাকা বোনাস পেতেন। বোনাসের এমন পার্থক্যের পরিপ্রেক্ষিতে মাস কয়েক আগে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisements

আরও পড়ুন ? Civic Volunteers: সিভিক ভলান্টিয়ারদের দারুণ সুখবর দিল রাজ্য, শুনলে আনন্দে লাফাতে শুরু করবেন

অ্যাডহক বোনাসের ক্ষেত্রে এতদিন কলকাতা পুলিশ অধীনস্থ সিভিক ভলেন্টিয়ার এবং রাজ্য পুলিশ অধিনস্থ সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে যে পার্থক্য ছিল তা এবার দূর করে দেওয়া হল। এবার রাজ্য পুলিশ অধীনস্থ সিভিক ভলেন্টিয়াররাও অ্যাডহক বোনাস হিসাবে বাৎসরিক ৫৩০০ টাকা পাবেন। এমন পার্থক্য দূর হওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্যের হাজার হাজার সিভিক ভলেন্টিয়ার উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।

রাজ্য পুলিশ অধীনস্থ সিভিক ভলেন্টিয়ারদের অ্যাডহক বোনাস কলকাতা পুলিশ অধীনস্থ সিভিক ভলেন্টিয়ারদের অ্যাডহক বোনাসের সমান দেওয়া হবে বলে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত শুভেন্দু অধিকারীর প্রশ্নের পরিপ্রেক্ষিতেই এমন প্রতিশ্রুতি দেওয়া হয় এবং সেই প্রতিশ্রুতি রাখতে এবার রাজ্যের তরফ থেকে এমন ঘোষণা করা হলো। রাজ্য সরকারের এই ঘোষণা এবার রাজ্যপালের অনুমোদন পেলেই কার্যকর হয়ে যাবে।

Advertisements