রাজ্য পুলিশে নিয়োগ ৮,৭০০, শুরু হলো অ্যাডমিট ডাউনলোড, রইলো পদ্ধতি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্য পুলিশের একাধিক শূন্যপদে দ্রুত নিয়োগ করা হবে। সেই ঘোষণা মত বিজ্ঞপ্তি বের হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় ৮,৭০০ শূন্যপদে চলবে নিয়োগ। এই সকল শূন্য পদে নিয়োগের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য নির্দিষ্ট সময়সীমা দিয়ে দেওয়া হয়।

Advertisements

Advertisements

বর্তমানে সেই সকল শূন্য পদের জন্য যেসকল চাকরিপ্রার্থীরা আবেদন করেছিলেন তাদের প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ার কাজ শুরু করা হলো। কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে যে সকল আবেদনকারীরা আবেদন করেছিলেন তারা অনলাইনে তাদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

Advertisements

নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য চাকরিপ্রার্থী আবেদনকারীদের যেতে হবে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in -এ। তারপর সেখানে থাকা Recruitment বিকল্পটি বেছে নিতে হবে।

Recruitment to the post of Constable and Lady Constable in West Bengal Police 2020 একটি অপশন দেখতে পাওয়া যাবে সেখানে থাকা Get Details -এ ক্লিক করতে হবে।

পরবর্তীতে Download e-Admit Cards বিকল্পে ক্লিক করে পুনরায় Get Details -এ ক্লিক করতে হবে। এর পরেই খুলে যাবে একটি নতুন পেজ। যেখানে আলাদা আলাদা করে জেলার নাম উল্লেখ থাকবে। আবেদনকারীকে নিজের জেলা বেছে নিয়ে আট ডিজিটের Application No এবং জন্ম তারিখ দিয়ে Submit করে দিলেই ডাউনলোড হয়ে যাবে অ্যাডমিট কার্ড।

প্রসঙ্গত, রাজ্য পুলিশের তরফ থেকে এই সকল কনস্টেবল এবং লেডি কনস্টেবলের শূন্যপদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি দিয়েছিল তাতে জানানো হয়েছিল কনস্টেবল পদে ৭,৪৪০ এবং মহিলা কনস্টেবল পদে ১,১৯২ জন নিয়োগ করা হবে।

Advertisements