পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডে চলছে কর্মী নিয়োগ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান ক্রাইসিস বাজারে সরকারি চাকরির ক্ষেত্রে সুখবর দিল রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড। এই সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল) পদে নিয়োগ করা হবে। এই নিয়োগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার তরফ থেকে।

Advertisements

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডের এই শূন্য পদে নিয়োগের জন্য আপাতত যে সকল কর্মীদের নিযুক্ত করা হবে তাদের তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। দক্ষতার ভিত্তিতে সেই চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হবে। এই শূন্য পদে নিয়োগের জন্য আগ্রহীদের আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

Advertisements

এই শূন্য পদের জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে যা প্রয়োজন তা হলো বিই/বিটেক/এম টেক/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি। রাস্তা, আবাসন তৈরীর ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

Advertisements

এই সকল শূন্য পদে যে সকল আবেদনকারীরা আবেদন করবেন তাদের ১ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের নিরিখে সর্বোচ্চ ৩৪ বছর বয়স হতে হবে। সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণের নিয়ম অনুসারে তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির ক্ষেত্রে ২ বছর এবং বিশেষ ক্ষমতাসম্পন্ন ১০ বছরের ছাড় পাবেন।

ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এই পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। https://wbpdcl.co.in ওয়েবসাইটে গিয়ে তাদের আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। শূন্য পদে নিয়োগের জন্য আবেদন পত্র বাছাই পর্বের পর ইন্টারভিউ পদ্ধতিতে নিয়োগ করা হবে। এই সংক্রান্ত বিষয়ে পরে আরও জানানো হবে বলে জানা যাচ্ছে।

Advertisements