নিজস্ব প্রতিবেদন : গণপরিবহনের ক্ষেত্রে ভারতে যেমন রেল পরিষেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, ঠিক সেই রকমই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাস পরিষেবা (Bus Service)। তবে বাস পরিষেবা কখনোই রেল পরিষেবার মত আরামদায়ক হয় না। যদিও ইদানিংকালে এসি বাস সহ বিভিন্ন ধরনের উন্নতমানের বাসের ফলে রেল পরিষেবার মতো অনেকটাই আরামদায়ক হচ্ছে বাস সফর।
এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রার পারদ উচ্চতার শিখরে উঠেছে। মাঝে কয়েক দিনের জন্য স্বস্তি মিললেও ফের চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। এমন পরিস্থিতিতে সাধারণ বাসে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত অত্যন্ত কষ্টদায়ক হয়ে দাঁড়াচ্ছে যাত্রীদের কাছে। আর এই সকল কথা মাথায় রেখেই রাজ্য সরকারের তরফ থেকে ১০০ টির বেশি বাস নামাতে চলেছে, যার মধ্যে বড় সংখ্যায় রয়েছে এসি বাস (AC Bus)।
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে বিপুল সংখ্যক এসি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিপোতে অনেক বাস করে রয়েছে এবং সেগুলির মেরামতির প্রয়োজন ছিল। রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে প্রয়োজন মতো মেরামতির কাজ করা হয়েছে, আর কিছু সংখ্যক কাজ করা বাকি রয়েছে। এই সমস্ত কাজ হয়ে যাওয়ার পরই রাস্তায় একের পর এক এসি বাস নামানো হবে বলে জানা যাচ্ছে রাজ্য পরিবহন দপ্তর সূত্রে।
আরও পড়ুন ? Sikkim: পর্যটকদের জন্য দারুণ খবর, এবার মাত্র ১৯০ টাকায় ঘুরে আসুন সিকিম
পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত বছর গ্রীষ্মকালে পরিষেবা দেওয়ার পর বেশ কিছু এসি বাস খারাপ হয়ে যায়। পরবর্তীতে সেই সকল বাস পুনরায় মেরামতি করে রাস্তায় নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী সেই সকল বাস মেরামতি করে পুনরায় রাস্তায় নামানোর উপযোগী করে তোলা হয়েছে। এর পাশাপাশি যেভাবে দিন দিন পরিবহন পরিষেবার ওপর চাপ বাড়ছে, যে চাপ রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই পরিপ্রেক্ষিতে চাপ কমানোর জন্য ১০০ টির বেশি সরকারি বাস নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসি বাস এবং অন্যান্য সাধারণ বাস রাস্তায় নামানো প্রসঙ্গে পরিবহন সূত্রে যা জানা যাচ্ছে তাতে সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের শেষের দিক থেকেই পরিষেবা দেওয়া শুরু হয়ে যাবে। যে সকল রুটে এসি বাস চালানো হবে বলে জানা যাচ্ছে সেগুলি হল কলকাতা-দিঘা-কলকাতা, কলকাতা-দুর্গাপুর-কলকাতা সহ কলকাতা থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা।