Ladies Seats Reservation: বেসরকারি বাসেও এবার মিলবে মেট্রোর মতো সুবিধা, নতুন পরিকল্পনা রাজ্য সরকারের

Shyamali Das

Published on:

Advertisements

কলকাতা: রেল পরিষেবা, মেট্রো পরিষেবা, চক্র রেল পরিষেবা ইত্যাদির মতোই গুরুত্বপূর্ণ একটি পরিষেবা হলো বাস পরিষেবা (Bus Service)। রেল, মেট্রোর মত বাসেও প্রতিদিন হাজার হাজার যাত্রীরা এক জায়গা থেকে অন্য জায়গা সফর করে থাকেন। শহর, শহরতলী থেকে শুরু করে মফস্বল এলাকাতেও কর্মক্ষেত্রে যাওয়ার অন্যতম বড় মাধ্যম হলো বাস পরিষেবা। আর এবার এই বাস পরিষেবাতেই মেট্রোর মতো সুবিধা দিতে নতুন ঘোষণা করতে পারে রাজ্য সরকার।

Advertisements

বাস পরিষেবার কথা আবার বলতে গেলে বলতেই হয়, বেসরকারি বাস এই পরিষেবার অন্যতম মেরুদন্ড। কেননা সরকারি বাসের তুলনায় বেসরকারি বাসের সংখ্যা অনেক বেশি। আর এই সকল বেসরকারি বাসেও এবার মহিলাদের জন্য মেট্রোর মতো সুবিধা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। মেট্রোয় চড়ে যেমন মহিলাদের জন্য সংরক্ষিত সিট (Ladies Seats Reservation) কোথায় তা খুঁজতে হয় না, ঠিক সেই রকমই রাজ্যের বাসগুলির ক্ষেত্রেও এমন সুবিধা চালু করা হবে বলেই জানা যাচ্ছে সূত্র মারফৎ।

Advertisements

বাসে চড়ে প্রতিদিনই কর্মক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রাজ্যের প্রচুর মহিলারা যাতায়াত করে থাকেন। মহিলাদের এমন সুবিধার জন্য ইতিমধ্যে রেলের তরফ থেকে মহিলা স্পেশাল ট্রেন, রাজ্য সরকারের তরফ থেকে মহিলা স্পেশাল বাস চালু করা হয়েছে। এমনকি বাসে মহিলাদের জন্য আলাদা করে সিট সংরক্ষণ করার নিয়মও রয়েছে। কিন্তু সেই নিয়ম মানতে দেখা যাচ্ছে না।

Advertisements

আরও পড়ুন : Train Ticket Booking: সহজ হয়ে গেল ট্রেনের টিকিট বুকিং, এবার কথা বলে হয়ে যাবে আসল কাজ

সম্প্রতি এক মহিলা বাসে উঠে মহিলাদের জন্য সংরক্ষিত সিট দেখতে না পেয়ে পরিবহন দপ্তরের কাছে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে খোঁজখবর শুরু হতেই দেখা যায় জেলা থেকে শহর, গ্রাম কোথাও কিন্তু বেসরকারি বাসে মহিলাদের জন্য আলাদা করে সিট সংরক্ষিত নেই। আর এরপরই রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্যের প্রত্যেকটি বাসে থাকতে হবে মহিলাদের জন্য সংরক্ষিত সিট। তাতে সেই বাস সরকারি হোক অথবা বেসরকারি।

যদিও রাজ্য সরকার এখনো পর্যন্ত নির্দেশ হিসাবে কত শতাংশ সিট মহিলাদের জন্য সংরক্ষণ রাখতে হবে তা নিয়ে কিছু জানায়নি। বেসরকারি বাস পরিবহন সংস্থাগুলিকে এই বিষয়ে নির্দিষ্ট অনুপাত বেঁধে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। আর এমনটা হলে মেট্রোর মতো মহিলা যাত্রীরা বাসে উঠেই নির্দিষ্ট জায়গায় গিয়ে নিজেদের সংরক্ষিত সিটে বসতে পারবেন।

Advertisements